ভিডিয়ো: ‘পুষ্পারাজ ঝুকেগা নেহি’! মোহালির মাঠে শ্রীভল্লির স্টাইলে সেলিব্রেশন কোহলির
ভারতীয় দলের রাজা এখন বিরাট কোহলি নন। রোহিত শর্মা। তাতে কী! পুরো রাজার মেজাজেই রয়েছেন কিং কোহলি। মোহালি টেস্ট কোহলির কেরিয়ারে অন্য়তম মাইলস্টোন ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের হাত ধরে শততম টেস্ট খেলে ফেললেন কোহলি। আর সেই ম্যাচেই শ্রীভল্লির স্টাইলে বুঝিয়ে দিলেন ‘পুষ্পারাজ ঝুকেগা নেহি’। অর্থাৎ কোহলিকে দমানো সহজ নয়।
এখন ভারতীয় ক্রিকেট যেন পুষ্পা জ্বরে আক্রান্ত। এর আগে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মতো তারকাদেরও পুষ্পার স্টাইলে মজে থাকতে দেখা গিয়েছে। জাদেজা তো উইকেট নিয়ে বা ম্যাচ শেষে সাক্ষা শ্রীভল্লির স্টাইলে সেলিব্রেশন করেছেন। তবে মোহালিতে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় অর্থাৎ শেষ দিনে ‘পুষ্পারাজ’ স্টাইলে কোহলি বুঝিয়ে দিলেন, তিনি সহজে দমে যাওয়ার পাত্র নন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ আলোড়ন পড়ে গিয়েছে।
মোহালিতে বিরাট কোহলির শততম টেস্ট এবং লাল বলের পূর্ণ অধিনায়ক হিসেবে রোহিত শর্মার অভিষেক টেস্টকে আরও স্পেশ্যাল করে দিয়েছেন জাদেজা সহ ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা। এক ইনিংস এবং ২২২ রানে বড় জয় পেয়েছে ভারত। হয়তো এই টেস্টে কোহলির শতরান না দেখতে পাওয়ার আফসোস থাকবে ভক্তদের। তবে জাদেজার বিস্ফোরণ, পন্তের ঝড়ো ইনিংস, অশ্বিনের দুরন্ত পারফরম্যান্স- সব মিলিয়ে মোহালি টেস্ট সত্যিই স্পেশ্যাল হয়ে গেল ভারতীয় টিমের জন্য। কোহলির জন্য। রোহিত শর্মার জন্যও।
For all the latest Sports News Click Here