ভিডিয়ো: দুরন্ত ক্যাচ ধরলেন, তবু আউটের বদলে ছয় হয়ে গেল, বিষ্ণোই আফসোস মেটালেন বল হাতে
অভিষেক ম্যাচেই একটি ভুল করে হাসির খোরাক হলেন রবি বিষ্ণোই। বাউন্ডারি লাইনের ধারে একটি দুরন্ত ক্যাচ ধরলেন। কিন্তু আউট হল না প্লেয়ার। উল্টে ছয় হয়ে গেল। সেটা দেখে আফসোস করতে দেখা যায় বিষ্ণোইকে।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সময় পাওয়ারপ্লে ওভারের ঠিক পরেই ঘটনাটি ঘটে। যুজবেন্দ্র চাহাল তখন বল করছিলেন। লং অফে ফিল্ডিং করছিলেন বিষ্ণোই। নিকোলাস পুরানই ক্যাচ তোলেন। বিষ্ণোই বল লক্ষ্য করে কঠিন ক্যাচটি ধরেও ফেলেন। কিন্তু তার পর দেখেন, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্যাচটি ধরেছেন তিনি। ফলে সেটি ছক্কা হয়ে যায়। নিজের ভুল বুঝতে পেরে জিভ কেটে ফেলেন। ২১ বছরের তরুণকে আফসোস করতেও দেখা যায়। কারণ সে সময়ে ৯ বলে ৮ রান ছিল পুরানের। পরে পুরান করেন ৪৩ বলে ৬১ রান। তার ৬১ রানের সৌজন্যেই ওয়েস্ট ইন্ডিজ লড়াই করার মতো পুঁজি ৭ উইকেটে ১৫৭ রান করতে পেরেছিল। তা না হলে অনেক আগেই শেষ হয়ে যেত ইনিংস।
বিষ্ণোই অবশ্য প্রথম ইনিংসের বিরতিতে দাবি করেছেন, ‘আমি ভেবেছিলাম আমার পিছনে আরও জায়গা রয়েছে। যে কারণে অতিরিক্ত পদক্ষেপ নিয়েছিলাম।’
যাইহোক সেই ক্যাচ ছয় হয়ে যাওয়ায় পুরানের জন্যই দুঃখ পেয়েছে নেটপাড়া। পুরানের জন্য নেটিজেনদের আফসোস করতেও দেখা গিয়েছে। আইপিএলের টিমগুলোও আফসোস করেছে।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১১ তম ওভারে বল করতে এসে বাজিমাত করেন বিষ্ণোই। প্রসঙ্গত টসে জিতে ক্যারিবিয়ান ব্রিগেডকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। এটি ছিল বিষ্ণোইয়ের ভারতের সিনিয়র দলের জার্সিতে দ্বিতীয় ওভার। আর এই ওভারে তিনি ফেরান রোস্টন চেজ এবং রোভম্যান পাওয়েলকে। ১০ বলে ৪ রান করে বিষ্ণোইয়ের বলে এলবিডব্লিউ হন রোস্টন চেজ। আর পাওয়েল ৩ বলে ২ রান করে বেঙ্কটেশ আইয়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। একই ওভারে জোড়া উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন ভারতীয় দলের নতুন রবি। ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
বছর দুয়েক আগে যুব দলের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন। ২০২২-এ টিম ইন্ডিয়ার সিনিয়র দলের জার্সিতে অভিষেক হল রবি বিষ্ণোইয়ের। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগেই তাঁর হাতে জাতীয় দলের ক্যাপ তুলে দেন যুজবেন্দ্র চাহাল। আর প্রথম ম্যাচেই নজর কাড়লেন রবি বিষ্ণোই। বুধবার টিম ইন্ডিয়ার নতুন রবি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাঁর স্পিনের জাদুতে মুগ্ধ করলেন।
For all the latest Sports News Click Here