ভিডিয়ো: ‘ঝুকেগা নেহি…’ পাকিস্তানের মাঠে ওয়ার্নারের পুষ্পা পোজ! মন জিতছেন অজি তারকা
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা এই সফরটি দারুণ ভাবে উপভোগ করছেন। মাঠে খেলা চলাকালীন অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে দর্শকদের সঙ্গে মজা করতে দেখা গেল। ম্যাচ উপভোগ করার সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়।
রাওয়ালপিন্ডিতে, ওয়ার্নার পরিচিত ভঙ্গিতে দর্শকদের বিনোদন দিলেন। অস্ট্রেলিয়ান দল যখন ফিল্ডিং করছিল, ওয়ার্নার সীমারেখায় সামনে ফিল্ডিং করতে এসেছিলেন। সেই সময় পাক সমর্থকরা ওয়ার্নারকে দেখে চিৎকার করতে থাকেন। তখন পাকিস্তান সমর্থকদের বিনোদন দিলেন ডেভিড ওয়ার্নার। মাঠের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হচ্ছে।
মাঠেতে ওয়ার্নারকে কখনও নাচতে দেখা গেছে আবার কখনও ভারতীয় ছবি ‘পুষ্পা’-এর সিগনেচার ডায়লগ ‘ঝুকেগা নেহি…’-তে পোজ দিতে দেখা গিয়েছে। মাঠের সেই দুটি ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হচ্ছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আসা পাকিস্তানি সমর্থকরা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে উল্লাস করছিলেন। এই সফরে আসার জন্য তাদের বারবার ধন্যবাদ জানাচ্ছিলেন। তখনই ওয়ার্নার তাদের এভাবে বিনোদন দিলেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো দারুণ ভাইরাল হচ্ছে। প্রকৃতপক্ষে, টেস্ট সিরিজের প্রথম দিনেই পেশোয়ারে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছিল, তারপরে অনেকেই বলেছিলেন যে অস্ট্রেলিয়ান দল সফর ছেড়ে মাঝপথে ফিরে যেতে পারে। কিন্তু তা হয়নি। পাকিস্তানে খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে অজি দল।
For all the latest Sports News Click Here