ভিডিয়ো: কনে কর্তা সচিনের সাজ দেখে মজা করলেন যুবরাজ
অন্য সাজে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। কিংবদন্তি ক্রিকেটার যাকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়, তিনি মঙ্গলবার ১০ অগস্ট তাঁর বড় ভাই নীতিন তেন্ডুলকরের মেয়ের বিয়েতে উপস্থিত হয়েছিলেন। সচিন তেন্ডুলকরকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গিয়েছিল। বিয়ের আগে সচিন তেন্ডুলকরও ঐতিহ্যবাহী স্টাইলে মাথায় পাগড়ি বেঁধেছিলেন। নিজের সেই ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সচিন নিজেই ব্যাখ্যা করেছেন যে কেন তাঁকে এই ঐতিহ্যবাহী পোশাকে দেখা যাচ্ছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োতে, প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর বলছেন যে আজ তাঁর বড় ভাই নীতিন তেন্ডুলকরের মেয়ের বিয়ে এবং সেই কারণেই তিনি মাথায় পাগড়ি বাঁধছেন। কারণ এটা হল ট্র্যাডিশন। এমনকি ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিয়োটির ক্যাপশনে সচিন তেন্ডুলকর বিয়ে, উৎসব, ট্র্যাডিশন এই শব্দ গুলি লিখেছেন।
আমরা আপনাকে বলে রাখি যে সচিন তেন্ডুলকররা হলেন চার ভাইবোন। নীতিন তেন্ডুলকর হলেন সকলের বড়। এভাবেই দাদার মেয়ের বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করা সচিন তেন্ডুলকর তাঁর স্টারডমের জন্য নয়, তাঁর সরল প্রকৃতির জন্য পরিচিত। সচিন প্রায়ই তাঁর জীবনের সঙ্গে সম্পর্কিত মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন।
ভিডিয়োটি প্রায় কয়েকঘন্টা আগে শেয়ার করা হয়েছিল। পোস্ট করার পর থেকে ক্লিপটি ভাইরাল হয়ে যায়। ৩.২মিলিয়নেরও বেশি ভিউ জমা হয়েছে। ভিডিয়োটি অনেককে তাদের প্রতিক্রিয়া শেয়ার করার জন্য প্ররোচিত করেছে। যার মধ্যে একজন হলেন যুবরাজ সিং। যুবি প্রতিক্রিয়াতে লিখেছেন,‘ওয়ে সচিন কুমার এহ,’তিনি একটি হাসিমুখের ইমোজিও দিয়েছেন। অনেকে তাদের প্রতিক্রিয়া দেখানোর জন্য হার্ট ইমোজিও পোস্ট করেছেন।
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করে লিখেছেন, ‘ভারতের সচিন স্যারের মুকুট।’অন্য জন মন্তব্য করে লিখেছেন,‘আমার প্রিয়. আমার আদর্শ. আমার অনুপ্রেরণা।’ অন্য আরেক জন মন্তব্য করে লিখেছেন,‘ইয়ে মাস্টার ব্লাস্টার কা সোয়াগ হ্যায়।’
For all the latest Sports News Click Here