ভিডিয়ো: কখনও নেটে ছক্কার ফুলঝুরি, কখনও ফুটভলি, IPL 2022-এর প্রস্তুতি শুরু মাহির
ফুটবল খেলতে ভীষণই ভালোবাসেন মহেন্দ্র সিং ধোনি। সুযোগ পেলেই নেমে পড়েন ফুটবল খেলতে। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার এবং অধিনায়ক হওয়ার পরেও ফুটবলের প্রতি তাঁর ভালোবাসাটা ছোটবেলা থেকে একই রকম রয়ে গিয়েছে।
জাতীয় দলে থাকার সময়ে বা আইপিএলে খেলা চলাকালীন ধোনিকে দলের সঙ্গে বহু বার ফুটবল খেলতে দেখা গিয়েছে। সোমবারও চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিসের সময়ে দলের অধিনায়ক ধোনিকে ফুটভলি খেলতে দেখা যায়। কয়েকজন সতীর্থকে নিয়েই ইতিমধ্যে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাহি।
গত বারের চ্যাম্পিয়নরা এ বারও জিততে মরিয়া। আর ধোনি এই বছর নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর। নেটে তাঁর বডিল্যাঙ্গোয়েজই বলে দিচ্ছে, তিনি এ বার কতটা তেতে রয়েছেন। নেট অনুশীলনের সময়ে তাঁকে একের পর এক ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে। চোখেমুখে রয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়া।
সিএসকে তাদের কিছু প্লেয়ার নিয়ে সুরাটে ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক-মরশুম শুরু করে দিয়েছে। ধোনি ছাড়াও অনুশীলনে যোগ দিয়েছেন অম্বাতি রায়ডু, কেএম আসিফ, সি হরি নিশান্ত এবং তুষার দেশপান্ডেরা। তবে প্র্যাকটিস শুরুর আগে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে ছিলেন প্লেয়াররা।
২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসের। যদিও ধোনি ছাড়া বাকি তারকা প্লেয়াররা কেউ দলে এখনও যোগ দেননি। প্রত্যেকে বিভিন্ন মঞ্চে ক্রিকেট ম্যাচ নিয়েই ব্যস্ত রয়েছেন।
For all the latest Sports News Click Here