ভিডিয়ো: অ্যাডিলেডে আবারও চোখ ধাঁধাঁনো ক্যাচ ধরলেন জস বাটলার! এবার শিকার স্টিভ স্মিথ
চোখের পলকে একটি আশ্চর্যজনক ক্যাচ ধরলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলার। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ তার মুখের দিকে তাকিয়ে রইলেন। কিছু বোঝার আগেই সাজঘরে ফেরার রাস্তা দেখিয়ে দিল ইংল্যান্ড। দ্রুত ব্যাটিংয়ের জন্য পরিচিত বাটলার যখন উইকেটরক্ষক হিসেবে মাঠে নামেন, তখন তিনি বারবার নিজের ছাপ রাখেন। চলতি অ্যাসেজে বেশ কিছু ক্যাচ মিস করলেও, বেশকিছু ক্যাচ নিজের দক্ষতায় দারুণ ভাবে ধরে ছিলেন বাটলার। তারমধ্যে অন্যতম ক্যাচটি তিনি ধরলেন রবিবার।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে দেখা গেল বাটলারের তৎপরতা। রবিবার চোখের পলকে তিনি একটি অত্যাশ্চর্য ক্যাচ নেন। এরআগে ক্যাঙ্গারু ওপেনার মার্কাস হ্যারিসও অসাধারণ ক্যাচ ধরেছিলেন বাটলার। এরপরে তার দিকে তাকিয়ে থাকেন । ইংল্যান্ডের জস বাটলারের ব্যাট বা উইকেটকিপিং গ্লাভস সর্বদাই নিজেকে প্রমাণ করেছে। তিনি কখনই নিজের দক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হননি। এই ক্যাচ ধরার পরে অনেকেই তাকে সুপারম্যান আক্ষা দিয়েছিলেন। আবারও অসাধারণ ক্যাচ ধরলেন বাটলার। এবার তার শিকার হলেন স্টিভ স্মিথ।
অস্ট্রেলিয়া যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল তখন ২৯ তম ওভারের শেষ বলে অলি রবিনসনের শিকার হন স্মিথ। ব্যাক্তিগত ৬ রান করেন তিনি। অলি রবিনসনের করা একটি বলে আঘাত করে বসেন তিনি। এবং বলটি লেগ সাইডে চলে যাওয়ায় সময় স্মিথের গ্লাভসে স্পর্শ করে। বলটি উইকেটের পিছনে মাটিকে স্পর্শ করার আগেই বাটলার নিজের গ্লাভসে সেই ক্যাচ ধরে ফেলেন। বল মাটি ছোঁয়ার আগেই বাম হাতে ক্যাচটি ধরে ফেলেন।
For all the latest Sports News Click Here