ভিডিয়ো: অভাগা ইশান! উইকেটকিপারের জুতোয় লেগে ক্যাচ গেল স্লিপে
একেই বলে পোড়া কপাল। ভাগ্য যখন সঙ্গ না দেয় তখন উটের পিঠে উঠেলও পিঁপড়ে কামরে দেয়। হ্যা, ইশান কিষাণ আউট হতেই ২০২২ আইপিএল-এর সব থেকে দামী ক্রিকেটারকে নিয়ে এমন বিশেষণ ব্যবহার করলেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। আর তিনি বলবেনই না কেন। যে ভাবে লখনউ-এর বিরুদ্ধে ইসান কিষাণ আউট হলেন তা দেখে সকলেই অবাক হয়ে গেলেন।
২০২২ আইপিএল-এর ৩৭তম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ওয়াংখেড়েতে জয়ের আশা নিয়ে ম্যাচের শুরু করেছিলেন মুম্বই। কিন্তু ব্যাট হাতে রোহিতদের সেই স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়ান লখনউ সুপার জায়ান্টসদের লোকেশ রাহুল। তাঁর অপরাজিত ১০৩ রানের দৌলতে এ দিন নির্ধারিত ২০ ওভারে লখনউ স্কোর বোর্ডে তোলে ১৬৮/৬ রান।
জবাবে ব্যাট করতে এসে প্রথম থেকেই চাপে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে এ দিন যেন সবথেকে বেশি চাপে ছিলেন দলের উইকেটরক্ষক-ওপেনার ইশান কিষাণ। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে ২০ বলে মাত্র ৮ রান করলেন তিনি। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৭.১ ওভারে রবি বিষ্ণোই-এর বলে ভাগ্যের দোষে আউট হয়ে যান ইশান কিষাণ। রবি বিষ্ণোইর বাইরের বল হিট করতে গিয়ে ভুল করে বসেন কিষাণ। কারণ সেই বল উইকেটরক্ষক ডি’ককের জুতোয় লেগে বল চলে যায় স্লিপে থাকা ফিল্ডার হোল্ডারের হাতে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে জানতে চান ফিল্ড আম্পায়ার। পরে তাঁকে আউটের সিদ্ধান্ত দেওয়া হয়। আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ইশান কিষাণকে। এই আউটের পরে তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না।
For all the latest Sports News Click Here