ভিডিয়ো- সেন্ট জেভিয়ার্সে ফের কভি কভি অদিতি, বিষয়টা কী?
২০০৮ সালে মুক্তি পাওয়া জানে তু ইয়া জানে না ৯০ দশকের বহু ছেলে মেয়েদের জীবন ওলোট পালোট করে দিয়েছিল। বন্ধুত্বের মানে বুঝিয়েছিল নতুন করে। শিখিয়েছিল প্রেমে পড়ার ধরন। জয় আর অদিতির বন্ধুত্বের রূপকথায় ভেসে গিয়েছিল একটা গোটা প্রজন্ম। এই ছবির গান কভি কভি অদিতি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। এবার সেই গানে নিজেদের কলেজবেলার কথা সাজাতে দেখা গেল সেন্ট জেভিয়ার্সের এক্সট্রা করিলুলার কমিটির সদস্যদের।
সামনেই ফেয়ারওয়েল তাঁদের। আগামী ১১ এপ্রিল কলেজকে বিদায় জানাবেন তাঁরা। তার আগে এই গানে নিজেদের বন্ধুত্বকে উদযাপন করলেন একদল যুবক, যুবতী। নতুন করে রিক্রিয়েট করলেন এই গানটিকে।
ইনস্টাগ্রামে এক্সট্রা করিকুলার কমিটির প্রোফাইলের তরফে এই ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে একদল ছেলে মেয়েকে কভি কভি অদিতি গানে নাচ করতে দেখা যায়। এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, ‘সেই কভি কভি অদিতি মুহূর্ত যার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি।’ ঠিকই তো কলেজে বা স্কুলে প্রিয় বন্ধু রেগে গেলে কত কীই বা করতাম আমরা! সেটাই যেন এই গানে ধরা পড়েছে। এখানে আরও লেখা হয়, ‘আমাদের সঙ্গে জয়েন করুন এবং আরও এমন মুহূর্ত বানান আমাদের ফেয়ারওয়েলের আগে।’ ১১ এপ্রিল যে এই ফেয়ারওয়েল সেটাও বলে দেওয়া হয় এখানে।
এখানে পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে জানে তু ইয়া জানে না ছবিতে যেভাবে যে পোশাকে, যে ভঙ্গিতে গানটি রেকর্ড করা হয়েছিল, ঠিক তেমন ভাবে হুবহু এটিকে ওঁরা রেকর্ড করেছেন। পোস্টে জানানো হয়েছে যে কোন চরিত্রে অভিনয় করেছেন। ঈশান গুলাটিকে জয়ের চরিত্রে দেখা গিয়েছে। সানিয়া ডিসুজা হয়েছেন অদিতি, জিগির চরিত্রে আছেন লক্ষ্য দুগার, রোতলুর চরিত্রে শুভম মহাদালকারকে দেখা যাচ্ছে।
অনেকেরই এই ভিডিয়ো বেশ মনে ধরেছে। শুধু মনে ধরেছে যে তাই নয়, এটা রীতিমত ভাইরাল হয়েছে। এক ব্যক্তি এখানে কমেন্ট করেন, ‘ওই লাল টিশার্ট পরা ছেলেটা এমনই অস্কার পেয়ে গেছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘ চোখ সরাতে পারছি না।’ এক ব্যক্তি লেখেন, ‘কী মিষ্টি।’
For all the latest entertainment News Click Here