ভিডিয়ো- সিরাজের উপহার, কোহলি-রোহিতদের টিপস, মুগ্ধ উইন্ডিজের নেট বোলাররা
ভারতীয় খেলোয়াড়রা বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় বোলাররা টিম ইন্ডিয়াকে সাহায্য করছেন। তাঁরা নিয়মিত তারকা ভারতীয় ব্যাটারদের বোলিং করছেন।
আর তাঁদের প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছে ভারতীয় প্লেয়াররা। তাঁদের দূরে সরিয়ে না রেখে টেনে নিয়েছেন কাছে। ক্রিকেটের টিপস দেওয়া তো আছেই, সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা বার্বাডোজের স্থানীয় বোলারদের সঙ্গে দেদার ছবি তুলেছেন, অটোগ্রাফ বিলিয়েছেন। মহম্মদ সিরাজ স্থানীয় এক ক্রিকেটারকে তাঁর জুতো এবং একটি ব্যাট উপহারও দিয়েছেন। এমন কী ভারতীয় ড্রেসিং রুমেও তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে তাঁরা রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন এবং ইশান কিষাণের সঙ্গে চুটিয়ে কথা বলেছেন, টিপস নিয়েছেন।
আরও পড়ুন: মা-বাবা কাঁদতে শুরু করেছিল- তিলকের বিশ্বাস সচিন, কোহলিদের টিপসই তাঁকে সাফল্য দেবে
বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, রোহিত শর্মা, মহম্মদ সিরাজ, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রুতুরাজ গায়কোওয়াড়রা খুশি মনেই স্থানীয় বোলারদের চুটিয়ে অটোগ্রাফ দিচ্ছেন। এমন কী স্থানীয় ক্রিকেট ভক্তরা, যাঁরা প্র্যাকটিস দেখতে এসেছিলেন, তাঁদের কোহলিরা খুশি মনে অটোগ্রাফ বিলিয়েছেন, সেলফিও তুলেছেন। অশ্বিন তো স্থানীয় বার্বাডোজের এক প্লেয়ারকে পাশে বসিয়ে রীতিমতো অফ-স্পিন নিয়ে বহুক্ষণ ধরে নানা পরামর্শ দিয়েছেন। বুঝিয়েছেন।
আরও পড়ুন: হাসিন জাহানের প্যাঁচে সুপ্রিম কোর্টে চাপে শামি, গ্রেফতার হতে পারেন বিশ্বকাপের আগে
সেই ভিডিয়োতে সিরাজকে বলতে শোনা গিয়েছে, ‘ওঁরা গত দুই দিন ধরে আমাদের সাহায্য করছেন, এবং আমি ওঁদের ব্যবহার, বডিল্যাঙ্গোয়েজ পছন্দ করেছি। তাই আমি একজন খেলোয়াড়কে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ সিরাজ বলেছেন যে, এটি ধন্যবাদ জানানোর একটি উপায় ছিল। আর বিসিসিআই-এর পোস্ট করা এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলেছে। বিশেষত স্থানীয় বোলারদের জন্য ভারতীয় ক্রিকেটারদের সৌজন্যবোধে মুগ্ধ নেটপাড়া।
অনুশীলন ম্যাচ শেষ। তবে ১২ জুলাই থেকে শুরু হতে চলা প্রথম টেস্টের জন্য ভারত নিজেদের আরও ক্ষুরধার করে তুলতে চায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজটি নতুন (২০২৩-২৫) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC) চক্রে রোহিত শর্মা অ্যান্ড কো-এর জন্য প্রথম সিরিজ হতে চলেছে। এই সিরিজে যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড় এবং মুকেশ কুমারের মতো কিছু নতুন প্লেয়ার দলের সঙ্গে যোগ দিয়েছেন। যে কারণে এই স্কোয়াডে সুন্দর ভাবে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণ রয়েছে।
প্রথম টেস্টের জন্য একাদশে হয়তো নজন পেসার- মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং জযদেব উনাদকাটকে খেলানো হতে পারে। পাশাপাশি রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন- দুই স্পিনারকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারে ভারত।
For all the latest Sports News Click Here