ভিডিয়ো: মাঠ নাকি ওয়াটার পার্ক! বৃষ্টি ভেজা মাঠে শৈশবকে খুঁজে পেলেন হাসান আলি
সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও বৃষ্টির প্রভাব পড়েছে ম্যাচটি। দ্বিতীয় দিনে মাত্র ১০ ওভার বোলিং করতে পারতেন আলম। এরপর অবিরাম বৃষ্টির কারণে ম্যাচটি স্থগিত করা হলেও এই বৃষ্টিতে এক খেলোয়াড় মজা করেন। আমরা পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলির কথা বলছি। দ্বিতীয় দিনে বৃষ্টি উপভোগ করতে দেখা গেছে হাসানকে।
কলম্বোতে শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেস্তে গেছে। বৃষ্টির কারণে সারা দিনে মাত্র কয়েক ওভার বল করা সম্ভব হয়েছে। যাইহোক, খেলা না থাকা সত্ত্বেও, হাসান আলি তাঁর কাজের মাধ্যমে পাকিস্তান দলকে পুরো বিনোদন করেছিলেন। বৃষ্টি দেখে পাকিস্তানের তরুণ ফাস্ট বোলারের মনের ভিতরের শিশুটি জেগে ওঠে এবং মাঠে ভেজা কভারের উপর দিয়ে দৌড়ানো শুরু করেন এবং বৃষ্টিকে দারুণভাবে উপভোগ করেন। এই সময় তিনি কভারের উপরে দৌড়তে থাকেন এবং প্রচণ্ডভাবে ডাইভ দিতে থাকেন ও স্লিপ খেতে থাকেন।
আসলে হাসান আলির মনের ভিতরের শৈশব যেন আবার জেগে উঠেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে। এই ভিডিয়োতে প্রথমে পাকিস্তানের খেলোয়াড়দের বিভিন্নভাবে সময় পার করতে দেখা যায়। এরপর ভিডিয়োতে হাসান আলিকে দ্রুত মাটির দিকে দৌড়াতে দেখা যায়। হাসান ভেজা কভারের দিকে ছুটে যান এবং ঝাঁপ দিতে শুরু করেন। যা দেখে পাকিস্তানের ক্রিকেটাররা সাজঘর থেকে বেরিয়ে আসেন এবং হাসান আলির এমন ক্রিয়াকলাপ উপভোগ করতে থাকেন।
ভিডিয়োতে দেখা যায় ড্রেসিংরুমে উপস্থিত পাকিস্তান দলের সকল খেলোয়াড়কেও ফাস্ট বোলারের উদ্দেশ্যে উল্লাস করছেন এবং তাঁকে উৎসাহ দিচ্ছেন। হাসান ভেজা মাটিতে অনেকবার তার অ্যাক্রোব্যাটিক্স দেখান এবং বৃষ্টির মাঝে কভার উপর গিয়ে পাকিস্তান দলকে বিনোদন করেন। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে। হাসান আলির এই ভিডিয়োটি ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এতে তাঁকে শিশুর মতো আচরণ করতে দেখা যায়। হাসান প্রথমে কভারগুলো ঢেকে ফেলতে শুরু করেন। এরপর তার উপর দিয়ে দ্রুত দৌড়াতে গিয়ে তাতে ঝাঁপিয়ে পড়েন। অনেকক্ষণ ধরেই প্রচণ্ড বৃষ্টি উপভোগ করতে দেখা গেছে তাঁকে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন হাসান আলি। যদিও দুটি ম্যাচেই খেলার সুযোগ পাননি তিনি। চলতি বছরের জানুয়ারিতে করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন হাসান।
কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তান দলকে শক্তিশালী অবস্থায় দেখা যাচ্ছে। দলটি এখন পর্যন্ত মাত্র ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৮ রান তুলেছে। আব্দুল শফিক দুর্দান্ত ব্যাটিং করছেন এবং তিনি তাঁর সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে রয়েছেন। একই সঙ্গে ২৮ রান করে তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অধিনায়ক বাবর আজম। পাকিস্তান দল প্রথম ইনিংসের ভিত্তিতে ১২ রানের লিড নিয়েছিল এবং তাদের এখনও ৮ উইকেট বাকি আছে। এর আগে প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কার পুরো দল।
For all the latest Sports News Click Here