ভিডিয়ো: নবীন বল করতেই কোহলির নামে গর্জে উঠল একানা, বিরাটের বদলা নিলেন রোহিত
আইপিএল ২০২৩-এ আজ একটি দুর্দান্ত ম্যাচ খেলা হয়েছে। লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস বোর্ডে ১৭৭ রান তোলে। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই শুরুটা ভালো করে ছিল। তবে শেষ রক্ষা করতে পারেনি মুম্বই। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে এবং মাত্র পাঁচ রানে ম্য়াচটি হেরে যায়। এদিনের ম্যাচে বেশ কিছু ঘটনা সকলের নজর কেড়েছে, তার মধ্যে অন্যতম হল রোহিত শর্মা বনাম নবীন-উল-হকের বাইশ গজের লড়াই। এদিন যেন বন্ধু বিরাটের প্রতিশোধও নিয়ে নিলেন রোহিত শর্মা।
আরও পড়ুন… LSG-র কাছে হেরে IPL 2023 Points Table-এ দ্বিগুণ ক্ষতির সামনে MI, দেখে নিন শীর্ষ চারে কারা রয়েছে
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই শুরুটা ভালো করেছিল। লখনউ সুপার জায়ান্টসের হয়ে ম্যাচের পঞ্চম ওভারে বল করতে আসেন নবীন-উল-হক। নবীন প্রথম ২ বলে ১ রান দেন। তৃতীয় বলে স্ট্রাইকে ছিলেন মুম্বই অধিনায়ক হিটম্যান রোহিত শর্মা। নবীন একটি ফুল লেংথ বল করেন যা রোহিত ফাইন লেগে ছক্কা মারেন। আপনাদের মনে করিয়ে দেওয়া যাক যে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচের পরে, নবীন-উল-হকের সঙ্গে বিরাট কোহলির উত্তপ্ত তর্ক হয়েছিল। যে কারণে কোহলি ভক্তরা এখন বলছেন, বিরাট কোহলির প্রতিশোধ নিয়েছেন রোহিত শর্মা।
আরও পড়ুন… বাউন্সার ছাড়া আর কোনও বল করতে পার না- সিরাজকে কেন এমন বলেছিলেন রাহুল?
নবীন-উল-হক দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অ্যাকশনে ছিলেন না। লখনউ সুপার জায়ান্টস ভক্তরা শেষবার তাঁকে ক্রিকেট মাঠে দেখেছিল ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। সেই ম্যাচটি নবীন, গম্ভীর এবং কোহলির মধ্যে বিবাদের জন্য বেশি পরিচিত। একদিন পর তাঁকে চেন্নাই সুপার কিংসের খেলার জন্য বাছাই করা হয়, কিন্তু ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যায়। মঙ্গলবার তাঁকে ফের অ্যাকশনে দেখা যায়। অ্যাকশন থেকে দূরে থাকা সত্ত্বেও, এলএসজির ভক্তরা একনা স্টেডিয়ামে এক পাক্ষিক আগে কী ঘটেছিল তা মনে রেখেছে। এবং তাদের তারকা বোলারকে সমর্থন করার পরিবর্তে, অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া যখন নবীনকে নতুন বল দিয়েছিলেন তখন তারা তাঁকে উত্যক্ত করেছিল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
পাওয়ারপ্লেতে বল করা দুই ওভারে আফগানিস্তানের এই বোলার ১৬ রান দেন। নবীনের দ্বিতীয় ওভারে ইশান কিষাণ একটি চার মারেন এবং রোহিত শর্মা একটি ছক্কা হাঁকান। যাইহোক, যে অংশটি দাঁড়িয়েছিল তা হল নবীন আক্রমণে এলেই দর্শক আসন ‘কোহলি, কোহলি’ স্লোগানে গর্জে ওঠে। দ্বিতীয় ওভারের সময়ও এটি চালু ছিল একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যেখানে লখনউ-এর দর্শক বারবার ‘কোহলি’ শ্লোগান তুলছিল। নবীন ১ মে-র সেই ম্যাচের পর থেকে একাদশের অংশ হতে পারেননি। তবে এদিনের ম্যাচে নবীন নিজের চার ওভারের স্পেল বল করে ৩৭ রান দিয়েছিলেন। যেহেতু এই ম্যাচে লখনউ জিতে গিয়েছে তাই হয়তো নবীনের পারফরমেন্স নিয়ে বেশ কাটাছেড়া করা হয়নি। তবে নবীনের এই দিনের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here