ভিডিয়ো: ঐতিহাসিক জয়ের পরে মাঠের মধ্যেই মায়ের সঙ্গে নাচলেন মরক্কোর তারকা ফুটবলার
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তার দল কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ০-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছিলেন,অন্যদিকে মরক্কোর তারকা খেলোয়াড় সোফিয়ান বাউফল তাঁর মায়ের সঙ্গে মাঠে নেচে ঐতিহাসিক জয় উদযাপন করছিলেন। এবার সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।
মরক্কো ঐতিহাসিক জয়ের সঙ্গে সঙ্গে তাদের দলের খেলোয়াড়রা সেলিব্রেশনে ডুবে যায়। স্টেডিয়ামে বসে ভক্তদের আনন্দ দেখার সময় বোফালে ছিলেন নিজের এক অন্য জগতে। তিনি তার মায়ের সঙ্গে মাঠের মধ্যেই নাচতে থাকেন। আর হবে নাই বা কেন, তারা যে ইতিহাস তৈরি ফেলেছে।
আরও পড়ুন… FIFA World Cup 2022: ক্রোটদের বিরুদ্ধে হারটা হজম করতে পারছেন না- হাহুতাশ করে চলেছেন নেইমার, কাসেমিরোরা
টুর্নামেন্টে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে মরক্কোর দল। ম্যাচের ৪২ মিনিটে পর্তুগালের বিরুদ্ধে গোল করে মরক্কোকে এগিয়ে দিয়েছিলেন ইউসুফ এন নাসিরি। চলতি বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় গোল ছিল। এদিন ম্যাচের ৪২তম মিনিটে মরক্কোর হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ইউসুফ এন নাসিরি। দ্বিতীয়ার্ধে পর্তুগাল সমতায় ফেরার বেশ কিছু সুযোগ পেলেও তাদের আশা ভেঙ্গে দেন মরক্কোর গোলরক্ষক।
আরও পড়ুন… আফ্রিকার প্রথম দেশ হিসেবে শেষ চারে মরক্কো, ইতিহাস গড়ল আরব দুনিয়ার প্রতিনিধি
ম্যাচের প্রথম ১৫ মিনিটে পর্তুগালের ৮০ শতাংশ বল দখলে ছিল। কিন্তু এরই মধ্যে সপ্তম মিনিটে ইউসুফ এন নাসিরি গোল করার সহজ সুযোগ পেলেও মিস করেন। ২২ মিনিটে ইউসুফ এন নাসিরি আরেকটি সুযোগ পেলেও এবারও সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে,৪২তম মিনিটে আসা সুযোগটি নষ্ট হতে দেননি তিনি এবং হেডারে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে রাখেন হাফ টাইমের আগেই। এটি ছিল টুর্নামেন্টে ইউসুফ এন নাসিরি আরও একটি গোল। এর সঙ্গে বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ তিন গোলের মালিকও হয়ে যান তিনি।
শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে প্রথমবার ফিফা বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পাকা করে মরক্কো। যা বিশ্ব ফুটবলে ইতিহাস। এরপরেই মাঠে নেমে পড়েন মরক্কোর ফুটবলারদের পরিবার। সেখানেই তারা সকলে সেলিব্রেশন করতে থাকেন। ম্যাচ শেষে মরক্কোর তারকা খেলোয়াড় সোফিয়ান বাউফলকে তাঁর মায়ের সঙ্গে মাঠের মধ্যে জয়ের সেলিব্রেশন করতে দেখা যায়। বাউফলকে তাঁর মায়ের সঙ্গে তখন মাঠের মধ্যেই নাচতে দেখা যায়। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়াতে ঝড়ের মতো ভাইরাল হচ্ছে।
For all the latest Sports News Click Here