ভিডিয়ো: এবার চুপ করে থাকুন- ODI WC 2023 ভেন্যু নিয়ে PCB কে ওয়াসিম আক্রমের ধমক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে থাকবে ভারত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২৭ জুন আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করেছে। সেই সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচটি হওয়ার কথা। পিসিবি এই ম্যাচের ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছিল, যদিও আইসিসি এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) পিসিবির দাবি প্রত্যাখ্যান করে দেয়। এই বিষয়ে এবার মুখ খুললেন ওয়াসিম আক্রম। তিনি বলেছেন যে, কোনও ধরনের বাড়তি চাপ না নিয়ে পাকিস্তানের উচিত যে ভেন্যুতে খেলা সেখানকার সুযোগকে কাজে লাগিয়ে সেই মাঠে গিয়ে ম্যাচগুলো খেলা।
ওয়াসিম আক্রম বলেছিলেন যে এই বিষয়ে কোনও সমস্যা নেই এবং পাকিস্তান যেখানে খেলতে বলা হবে সেখানেই খেলবে। তিনি বলেছেন, আমদাবাদে না খেলার বিষয়টা অহেতুক একটা চাপ। প্রাক্তন বাঁহাতি ফাস্ট বোলার বলেছিলেন যে পাকিস্তানি খেলোয়াড়দের যদি জিজ্ঞাসা করা হয়, তারা ক্রীড়াসূচি কী তা পরোয়া করে না, তাদের কেবল খেলতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অহংকার নিয়ে প্রশ্ন তোলেন ওয়াসিম আক্রম। তিনি বলেছিলেন যে আপনার যদি ইগো থাকে তাহলে নিজের ভুলটা দেখুন। আপনি যা করতে চান তার জন্য পরিকল্পনা করুন। আপনি যদি তা করতে না পারেন তবে যা বলা হচ্ছে তা করুন।
করাচিতে একটি অনুষ্ঠান চলাকালীন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় আক্রাম বলেন, ‘আমি এই অর্থহীন বক্তব্য বুঝি না যে আমরা এখানে খেলব না, আমদাবাদে খেলব না, আপনি পাকিস্তানি ক্রিকেটারদের জিজ্ঞেস করুন, তারা এটাকে পাত্তা দেয় না। যেখানে তাদের ম্যাচের সময়সূচী আছে সেখানে খেলুন। আমি ইগোতে বিশ্বাস করি, আপনার ভিতরে যদি ইগো থাকে এবং আপনি তা ধরে রাখতে পারেন তবে কথা বলুন, না হলে এগিয়ে যান। কিন্তু কথা বলার আগে ভাবুন, কিন্তু যদি তা না পারেন তাহলে মুখ বন্ধ রাখুন। প্রত্যেক মানুষই তাঁর দেশের জন্য দেশপ্রেমিক, কিন্তু আমি বলছি এটা একটা খেলা, তাই এটাকে একটা খেলা হিসেবেই ধরুন।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি আমেদাবাদে খেলতে চায়নি, পাশাপাশি পিসিবিও চায়নি যে তার কোনও ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হোক। পাকিস্তানের বেশিরভাগ ম্যাচই হবে হায়দরাবাদে। এর বাইরে বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতাতেও তাদের ম্যাচ খেলতে হবে। ভারতের প্রথম ম্যাচ হায়দরাবাদে প্রথম কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে।
For all the latest Sports News Click Here