ভিডিয়ো: ইংল্যান্ডের ভক্তদের সঙ্গে খোয়াজার ঝামেলা! এবার জড়িয়ে পড়লেন ল্যাবুশান
লন্ডনের ওভালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। সেই ম্যাচের একটি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যেখানে কিছু ইংল্যান্ড সমর্থককে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গিয়েছে। তবে সেই ভক্তদের জবাবও দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা যখন মাঠে থেকে ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন এই ঘটনাটি ঘটেছিল। এই ঘটনাটির সঙ্গে জড়িয়েছে খোয়াজা ও ল্যাবুশানের নাম। তবে কিছু দিন আগেই লর্ডসেও খোয়াজার সঙ্গে ব্রিটিশ ভক্তদের ঝামেলার ছবি দেখেছিল গোটা ক্রিকেট বিশ্ব।
আসলে, অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা যখন মাঠ থেকে সাজঘরের দিকে ফিরছিলেন, তখন তাদের বিরুদ্ধে ‘বোরিং’ ক্রিকেট খেলার অভিযোগ তোলেন কিছু সমর্থক। অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা এবং মার্নাস ল্যাবুশান এই অভিযোগের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই সময়ে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের একজন ভক্তের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অজি ক্রিকেটারর। ফুটেজে উঠে এসেছে উসমান খোয়াজা ও মার্নাস ল্যাবুশান যখন মাঠ থেকে সাজঘরের দিকে ফিরে যাচ্ছেন, তখন একজন ভক্ত ‘বোরিং’ ‘বোরিং’ বলে চিৎকার করতে থাকেন। তখনই তাঁকে চ্যালেঞ্জ করছিলেন খোয়াজা ও ল্যাবুশান। এরপরে অবশ্য ঝামেলা বেশি দূর গড়ায়নি। অজি ক্রিকেটাররা ভক্তের সঙ্গে বেশি তর্ক না করে সাজঘরে ফিরে যান।
এই সফরে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের সমর্থকদের কাছ থেকে বহুবার নানা কথা শুনতে হয়েছে। আসলে ইংল্যান্ড বর্তমানে ব্য়াজবল ক্রিকেট খেলছে। অর্থাৎ টেস্টেও দ্রুত গতিতে রান করছে। সেই জায়গায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়া দল একটু স্লো ক্রিকেট খেলছে, আর এতেই চটেছেন ইংল্যান্ডের ভক্তেরা। ইংল্যান্ডের মতো দ্রুত ব্যাটিং করেনি অজি দল। তবে ফলাফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলাররা ধাক্কা খেয়েছিল, কারণ ইংল্যান্ড দল প্রায় পাঁচ রানের গড়ে স্কোর বোর্ডে রান তুলেছিল। একই সময়ে অস্ট্রেলিয়ার রান রেট এর তুলনায় অর্ধেক ছিল।
খেলোয়াড়রা যখন মাঠের বাইরে আসছিলেন তখন বেডসার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একজন দর্শকের দিতে তেড়ে যান খোয়াজা ও ল্যাবুশান। লোকটি বারবার অস্ট্রেলিয়ানদের বোরিং অর্থাৎ বিরক্তিকর বলছিলেন। বাকিরা কিছু না বললেও মাঠ ছাড়ার সময় তৃতীয় ও চতুর্থ খেলোয়াড় খোয়াজা ও ল্যাবুশান থেমে গিয়ে এর প্রতিক্রিয়া জানান। খোয়াজা লোকটিকে ‘শান্ত হতে’ বললেন যখন স্পষ্টভাবে উত্তেজিত ল্য়াবুশান বারবার জিজ্ঞাসা করলেন ‘কি বললেন?’ লোকটা তৎক্ষণাৎ ক্ষমা চেয়েছিলেন। ঝামেলা আর বেশি দূর গড়ায়নি।
For all the latest Sports News Click Here