ভিডিয়ো- ‘আমাদের সম্পর্ক অন্তরের,’ পন্তকে মন ছুঁয়ে যাওয়া বার্তা অক্ষরের
গত বছরের একেবারে শেষে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। ছিটকে গিয়েছেন আইপিএল এবং আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও। পন্তের এই ভাবে ছিটকে যাওয়ায় বেশ সমস্যার মধ্যে পড়তে চলেছে দিল্লি ক্যাপিটালস। বাধ্য হয়েই পন্তের বিকল্প হিসাবে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে অভিষেক পোড়েলকে। বদল করা হয়েছে অধিনায়কও।
পন্তকে মাঠে নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে দিল্লি ফ্র্যাঞ্চাইজিও। অন্তত ড্রেসিংরুমে বা ডাগআউটে রাখা যায়, সেই নিয়ে চিন্তা ভাবনা চালাচ্ছে তারা। ইতিমধ্যে আহত পন্তকে দেখতে গিয়েছেন অনেক প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার। এমনকী তিনি এবার আইপিএলে নেই তাই সতীর্থরাও তাঁকে বেশ মিস করছেন। তেমনই আক্ষেপের সুর শোনা গেল দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার অক্ষর প্যাটেলের গলায়।
ভারতীয় দলের হয়ে খেলার জন্য পন্তের সঙ্গে দেখা করে উঠতে পারেননি অক্ষর। সেই আক্ষেপ যেমন রয়েছেই, ঠিক তেমনই এবার দিল্লির হয়ে খেলতে পারবেন না পন্ত, ফলে কিছুটা হলেও যে সমস্যায় পড়তে হবে তা মেনে নিয়েছেন অক্ষর। দিল্লি ক্যাপিটালসের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে অক্ষর বলেন, ‘তোমার আমার সম্পর্কটা মনের থেকে। কেউ তোমার জায়গা নিতে পারবে না। হ্যাঁ, আমি দেখা করতে যেতে পারিনি। কিন্তু প্রতিদিন আমাদের মধ্যে কথা হয়। ও কী করছে না করছে। এই সব নিয়ে কথা হয়। এছাড়াও দিল্লি দলের অনুশীলনে কী হল না হল, সেই সব নিয়েও আমাদের মধ্যে কথা হয়।’
দিল্লি দলের সহ অধিনায়ক আরও বলেন, ‘আমাদের দলের প্রধান নেতা আহত। আমরা তোমাকে খুব মিস করব ভাই। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফের। আগামী বছর তোমাকে আমরা ফের দেখতে চাই। তোমার জায়গা কেউ নিতে পারবে না। আমরা প্রত্যেকেই তোমার দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছি। নিজের খেয়াল রাখো।’
পন্ত ছিটকে যাওয়ায় এবার অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন ডেভিড ওয়ার্নার। তাঁর সঙ্গে সহ অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন অক্ষর প্যাটেল। ওয়ার্নারের সঙ্গে মাঠে নামত মুখিয়ে রয়েছেন অক্ষর। তিনি বলেন,’এই দলের অন্দরের পরিবেশ খুব ভালো। সবার সঙ্গে ভালো পরিচয় রয়েছে। ওয়ার্নারও খুব ভালো একজন অধিনায়ক। সেই সঙ্গে ভালো মানুষও। সবাই আমরা খুব ভালো সময় কাটাই। এখন প্রস্তুতি চলছে। বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও আমরা খেলেছি। প্রস্তুতিও খুব ভালো হয়েছে। এখন আমরা মাঠে নামতে মুখিয়ে রয়েছি।’
For all the latest Sports News Click Here