ভিডিয়ো: অ্যাশেজে ফের ওয়ার্নারকে আউট করলেন ব্রড, শূন্য রানে ফিরলেন ল্যাবুশান
১৭ জুন এজবাস্টনে অনুষ্ঠিত ২০২৩ অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে স্টুয়ার্ট ব্রডের ঝড় দেখল ক্রিকেট বিশ্ব। প্রথমে ডেভিড ওয়ার্নার ও পরে মার্নাস ল্যাবুশানকে ব্যাক টু ব্যাক সাজঘরের রাস্তা দেখালেন ব্রড। অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের অ্যাশেজ সিরিজের শুরুটা ভালো হল না। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মাত্র নয় রান করে প্যাভিলিয়নে ফিরেছেন দলের তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। মজার ব্যাপার হল, ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের হাতে ক্লিন বোল্ড হন তিনি।
সিরিজ শুরুর আগে অনুমান করা হচ্ছিল যে ডেভিড ওয়ার্নারকে থামানোর জন্যই স্টুয়ার্ট ব্রডকে বেছে নেওয়া হয়েছে এবং ডেভিড ওয়ার্নারকে প্যাভিলিয়নে পাঠিয়ে অস্ট্রেলিয়ান ওপেনারের বিরুদ্ধে নিজের রেকর্ডের উন্নতি করেছেন তিনি।
স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভালো নয়। ওয়ার্নারকে সব সময়ে ব্রডের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। টেস্ট ক্রিকেটে ডেভিড ওয়ার্নারকে ১৫ বার প্যাভিলিয়নে পাঠিয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। ব্রডের বিরুদ্ধে ৭৩৪ বলে ৩৯৭ রান করেছেন ওয়ার্নার। ইংল্যান্ডের মাটিতে ৩২৯ বলে ১৫৮ রান করেছেন ওয়ার্নার এবং ব্রডের বলে তিনি নয়বার আউট হয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসের সময় ব্রডের ওভারের প্রথম বলে ডেভিড ওয়ার্নার কভার ড্রাইভে আঘাত করার চেষ্টা করছিলেন, কিন্তু বলটি ব্যাটের কানায় লেগে স্টাম্পে ঢুকে যায়। ২৭ বলে ৯ রান করেন ডেভিড ওয়ার্নার। এ সময় তিনি দুটি চার মেরেছিলেন।
দ্বিতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়া ১৪ রানে কোনও উইকেট না হারিয়ে খেলা শুরু করেছিল। কিন্তু ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজার জুটি বেশিক্ষণ টিকতে পারেনি। দুজনের মধ্যে প্রথম উইকেটে ২৯ রানের জুটি। এক ওভারে ইংল্যান্ডের দুই উইকেট পান স্টুয়ার্ট ব্রড। ওয়ার্নারের আউটের পর প্যাভিলিয়নে ফেরেন মার্নাস ল্যাবুশান। এমনকি এদিন নিজের খাতাও খুলতে পারেননি মার্নাস ল্যাবুশান। ব্রড এখন অ্যাশেজ সিরিজের ইতিহাসে তৃতীয় সর্বাধিক বার একক ব্যাটসম্যানকে (ওয়ার্নার) আউট করার যৌথ বোলার হয়েছেন। তিনি হিউ ট্রাম্বুলের সমান হয়েছেন, যিনি টম হেওয়ার্ডকে ১৫ বার আউট করেছিলেন।
অ্যাশেজে সবচেয়ে বেশি ১৯ বার মাইকেল আথার্টনকে আউট করেছেন গ্লেন ম্যাকগ্রা। এই তালিকায় তার পরে রয়েছেন অ্যালেক বেডসার, যিনি আর্থার মরিসকে ১৮ বার নিজের শিকার করেছিলেন।
For all the latest Sports News Click Here