ভিক্যাট-রালিয়া একটা রিসেপশন পার্টি দিতে পারত! স্পনসর দিয়ে দিতাম: ভাইরাল ভায়ানি
গত ছয় মাসে বলিউডে দুটি হাই-প্রোফাইল বিয়ে হয়েছে, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর-আলিয়া ভাট। আঁটসাটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাজস্থানের এক বিলাসবহুল বাংলোতে বসেছিল ভিকি-ক্যাটরিনার বিয়ের আসর। অন্যদিকে, কাপুর পরিবারের ‘বাস্তু’-র বাংলোতে শুধুমাত্র ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেন রণবীর-আলিয়া।
বিয়ের অন্দরের ছবি নিয়ে পাপারাৎজিদের কিছু করার ছিল না। ফলে পাপারাৎজো ভাইরাল ভায়ানি এই ক্ষেত্রে মোটেই খুশি হননি। হিন্দুস্তান টাইমসের প্রতিনিধি বিনয় এমআর মিশ্রার সঙ্গে, এই দুই সর্বাধিক আলোচিত সেলিব্রিটি বিবাহ সম্পর্কে কথা বলেছেন তিনি।
খানিক বিরক্ত হয়ে ভাইরাল ভায়ানি বলেন, যখন অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের খবর ওয়েবে আসে, তখন ভায়ানির ‘ছেলে’ এবং অন্যান্য প্যাপরা দম্পতির বাসস্থান বাস্তুর সামনে দিনরাত ক্যামেরা তাক করে বসে থাকতেন। পুরো পরিস্থিতি বিবেচনা করে ভায়ানি বিয়েকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।
চিত্র সাংবাদিকের মন্তব্য, ‘আমি একমত যে তারা তাদের বড়দের সম্মান করতে চায়, কিন্তু তারা একটি পাঁচ তারকা হোটেলে একই কাজ করতে পারে। আমরা ভালো ছবি পেতাম এবং সবকিছু সুশৃঙ্খল হতো। যখানে আপনার বিয়ের মোট খরচ ৮৩০ কোটি টাকা, এটা করে আপনি কী প্রমাণ করার চেষ্টা করছেন!’ আরও পড়ুন: বলি অভিনেতাদের থেকে উরফির দর বেশি, ‘রালিয়ার’ বিয়ে অভিজ্ঞতা ফাঁস ভাইরাল ভায়ানির
তবে বিয়ের পর রণবীর-আলিয়া বিয়ের পর বাড়ির বাইরে এসে পাপারাৎজিদের উদ্দেশ্যে ছবির জন্য পোজ দিয়েছিলেন। কিন্তু ভিকি-ক্যাটরিনা সেটুকুও করেননি! ২০২১ সালের ৯ ডিসেম্বর, রাজস্থানের একটি বিলাসবহুল বাংলোতে গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পর মুম্বইয়ে কোনও রিসেপশন পার্টিও থ্রো করেননি তাঁরা। চিত্র সাংবাদিকের কথায়, ‘এমনকি ক্যাটরিনা (কাইফ, অভিনেতা) এবং ভিকি (কৌশল, অভিনেতা) বিয়ে করেছেন, কিন্তু তারা আমাদের জন্য কিছুই করেননি। একটা রিসেপশন করলে কী হত, স্পনসরও দিয়ে দিতাম।’
ভায়ানি বিশদভাবে বলেন, ‘আমি এটিতে মন্তব্য করার মতো কেউ নই, তবে একজন জনসাধারণ ব্যক্তি হিসাবে এটুকু আপনি করতেই পারেন। ভক্তরা আপনাকে এত ভালোবাসে এই সত্যের প্রশংসা করুন।’
তিনি প্রয়াত অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন খানের জমকালো বিয়ের কথাও স্মরণ করে বলেছেন, ‘ফিরোজ খানের মতো লোক চাই। ফারদিনের জন্য তিনি যে বিয়ের সংবর্ধনা দিয়েছিলেন এবং সেখানে তিনি আমাদের সঙ্গে যেভাবে আচরণ করেছিলেন… তিনি নিশ্চিত করেছিলেন প্রত্যেকের ছবি পেয়েছে কিনা, তার পুরো পরিবার আমাদের জন্য পোজ দিয়েছে, যেমনটা তারা বিয়ের ফটোগ্রাফারের জন্য দিয়েছিলেন। আমরা প্রায় অতিথিদের মতো একই খাবার পেয়েছি। একে বিয়ে বলে। মন থাকা চাই।’
For all the latest entertainment News Click Here