ভিকি-ক্যাটরিনার বাড়িতে বড়দিন, হাজির কে কে? তাঁদের সাজ দেখলেও চমকে যাবেন
এই বছর বাড়িতেই অত্যন্ত ঘরোয়াভাবে বড়দিন উদযাপন করলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। এই মাসের শুরুর দিকেই তাঁরা তাঁদের প্রথম বিবাহবার্ষিকী কাটিয়েছেন। তখন ছুটি কাটাতে তাঁরা পাহাড়ে গিয়েছিলেন। তবে এবারের বড়দিন কাটালেন বাড়িতেই, তাঁদের সঙ্গে ছিলেন ভিকির ভাই সানি কৌশল, ক্যাটরিনার বোন ইসাবেল কাইফ, ভিকির মা বাবা, প্রমুখ। তাঁদের ঘরোয়া জামা কাপড়েই হইচই, মজা করতে দেখা যায়।
অভিনেত্রী এদিনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। আর ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মেরি ক্রিসমাস।’ এই ছবিতে ভিকির মা বাবা শ্যাম কৌশল এবং বীণা কৌশলকে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন সানি কৌশল এবং ইসাবেল কাইফ। ক্যাটরিনাকে একটি লাল রঙের পাজামা পরে থাকতে দেখা যায়। তিনি তাঁর শাশুড়িকে ধরে আছেন। অন্যদিকে ভিকিকে মাটিতে বসে পোজ দিতে দেখা যায় একটি সাদা টিশার্ট এবং সাদা কালো প্রিন্টেড পরে।
সানি এবং ভিকি দুজনেই সান্টা টুপি পরেছিলেন। ইসাবেলকে একটি লাল রঙের প্রিন্টেড রাত পোশাকে দেখা যায়। করণ জোহর থেকে জোয়া আখতার সহ অনেকেই তাঁর এই পোস্টে কমেন্ট করেছেন। নেহা ধুপিয়া অভিনেত্রীর এই পোস্টে লেখেন, ‘কিউটি।’
ভিকিকে শেষবার ‘গোবিন্দ নাম মেরা’ ছবিতে দেখা গিয়েছে তাঁর সঙ্গে ভূমি পেডনেকর এবং কিয়ারা আদবানিও ছিলেন। এই ছবিটি ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে। উড়িখ্যাত অভিনেতা একটি ক্রিসমাস ট্রির ছবি শেয়ার করেন এদিন সেখানে দেখা গানটিকে দারুনভাবে সাজানো হয়েছে, সঙ্গে রয়েছে তাঁদের একটি ছবি। এই ছবিতে তাঁরা একে অন্যকে ধরে রয়েছেন। নেহার এই পোস্টে ভিকি লেখেন, ‘খুব সুন্দর।’ ভক্তরাও তাঁদের পছন্দের অভিনেতা অভিনেত্রীকে বড়দিনের শুভেচ্ছা জানান।
ইসাবেলকেও এদিন একটি পারিবারিক ছবি ভাগ করে নিতে দেখা যায়। ‘টাইম টু ডান্স’ ছবির মাধ্যমে অভিনেত্রীর বোন ২০২১ সালে বলিউডে ডেবিউ করেন। এরপর তাঁকে ‘সুস্বাগতম খুশামাদিদ’ ছবিতে দেখা যেতে চলেছে।
অন্যদিকে আসতে চলেছে ক্যাটরিনার নতুন ছবি ‘মেরি ক্রিসমাস’। গত শনিবার তিনি সেই ছবির পোস্টার শেয়ার করেন।
For all the latest entertainment News Click Here