ভিকি-ক্যাটরিনাকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে প্রকাশ্যেই নালিশ ঠুকলেন সোনাক্ষী!
বৃহস্পতিবার মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় গোধূলিবেলায় চারহাত এক হল ভিকি-ক্যাটরিনার। ফোর্টের বাইরে তখন কড়া নিরাপত্তা। নিজেদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। তারকা জুটির বিয়ের সব ফোটো আপাতত টক অফ দ্য টাউন। তবে তা হলেও বলিউডের তাবড় তাবড় তারকারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতো প্রাণ খুলে শুভেচ্ছা জানিয়েছেন এই নবদম্পতিকে। তালিকায় রয়েছেন সোনাক্ষী সিনহা-ও। তবে একইসঙ্গে নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেই একটি নালিশ (নাকি অনুরোধ?) করেছেন এই বলি-অভিনেত্রী। আপাতত সোনাক্ষীর করা সেই পোস্টটি পড়ে হেসে কুটিপাটি হচ্ছে নেটপাড়া।
সেই পোস্টে সোনাক্ষীর নালিশ জানিয়েছেন যে তাঁর সব বন্ধুরাই বিয়ে করে নিচ্ছে। তাই তো সেই পোস্টে তিনি লিখেছেন, ‘এবার কি দিয়ে করে তোমরা একটু শান্ত হয়ে বসবে? সবাই বিয়ে করে ফেলছো কিংবা সম্পর্ক জড়িয়ে পড়ছ নয়তো সন্তানের জন্ম দিয়ে ফেলছো। আরে, একটু ঠান্ডা হয়ে বস না বাপু’। সোনাক্ষীর এই পোস্টটি ভিকি-ক্যাটের বিয়ের দিনই পোস্ট করা হয়েছে। তাই দুইয়ে দুইয়ে চার করতে মোটেই অসুবিধে হয়নি নেটিজেনদের।
সেই পোস্টে সোনাক্ষীর নালিশ জানিয়েছেন যে তাঁর সব বন্ধুরাই বিয়ে করে নিচ্ছে। তাই তো সেই পোস্টে তিনি লিখেছেন, ‘এবার কি দিয়ে করে তোমরা একটু শান্ত হয়ে বসবে? সবাই বিয়ে করে ফেলছো কিংবা সম্পর্ক জড়িয়ে পড়ছ নয়তো সন্তানের জন্ম দিয়ে ফেলছো। আরে, একটু ঠান্ডা হয়ে বস না বাপু’। সোনাক্ষীর এই পোস্টটি ভিকি-ক্যাটের বিয়ের দিনই পোস্ট করা হয়েছে। তাই দুইয়ে দুইয়ে চার করতে মোটেই অসুবিধে হয়নি নেটিজেনদের।
|#+|
তবে ইনস্টাগ্রামে ভিকি-ক্যাটের ছবি দিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানতেও কিন্তু ভোলেননি ‘দাবাং গার্ল’। সেখানে লিখেছেন, ‘দু’জনকেই শুভেচ্ছা। সারা জীবন ধরে যেন আনন্দে থাকো, সেই প্রার্থনাই করি’। প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন ভিকি-ক্যাটরিনার বিয়ের খবরে যারপরনাই খুশি তিনি। ‘ তাঁদের উদ্দেশে আমার শুভেচ্ছা রইল বটে কিন্তু জানিয়ে রাখি ওঁদের সঙ্গে কিন্তু আমি দেখা করব। আর তারপর সরাসরি আমার শুভেচ্ছা জানাবো’।
For all the latest entertainment News Click Here