ভিকি কৌশলের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েও হাত ছাড়া হয় আরশিয়া ‘ভুতু’র!
২০১৬ সালে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়েছিল ধারাবাহিক ‘ভুতু’। ‘ভুতু’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিল আরশিয়া মুখোপাধ্যায়। ছোট্ট মিষ্টি পাঁচ বছরের একটা মেয়ে। যার অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক। সে দিনের আরশিয়া আজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। পড়াশোনা করার পাশাপাশি রান্নার ব্যাপারেও তাঁর ভারি আগ্রহ। নিজে রান্নাও করতে পারে সে।
বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনালের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া আরশিয়া। সদ্য পরীক্ষা শেষ হয়েছে। তার প্রিয় বিষয় ইংরেজি। ছোট থেকেই অভিনয়ের প্রতি অন্য রকম ভালোবাসা রয়েছে আরশিয়ার। সুযোগ এসেছিল ভিকি কৌশলের সঙ্গে অভিনয়ের। কিন্তু মহামারীর কারণে তা হাতছাড়া হয়ে যায়। সেই সময় ভারী মনখারাপ হয়েছিল খুদে আরশিয়ার।
২০২০ সালের শেষের দিকে যশরাজ ফিল্মসের একটি ছবিতে অডিশন দিয়েছিলেন আরশিয়া। সেই সময় সুযোগ পেয়েছিলেন। এমনিতেই মুম্বইয়ের ছবিতে সুযোগ পাওয়াটা কঠিন। অনেক বার অডিশন দিতে হয়েছিল তাঁকে। কাস্টিং ডিরেক্টররা জুম কলে অডিশনটা নিয়েছিলেন। ফাইনাল অডিশন নিয়েছিলেন শানু শর্মা। সেই সময় সিলেক্টও হয়েছিলেন শিশুশিল্পী।
আরশিয়ার কথায়, ছবিতে ভিকি কৌশল, মানুষী চিল্লার অভিনয় করার কথা ছিল। কিন্তু সেই সময় কলকাতায় ছিলেন তিনি। কোভিডের কারণে অতদিন মুম্বই গিয়ে থাকা সম্ভয় হয়ে ওঠেনি তাঁদের পক্ষে। ফলে খুব মন খারাপ হয়েছিল তাঁর।
বাংলা ধারাবাহিকে ‘ভুতু’ দর্শকমহলে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। হিন্দিতেও একই গল্প নিয়ে ধারাবাহিক তৈরি হয়। হিন্দিতে আরশিয়ার চরিত্রের নাম ছিল ‘পিহু’। সেই সূত্রেই আরশিয়ার মুম্বইয়ে থাকার সুযোগ হয়েছিল। যদিও কলকাতায় কিন্তু এখনও আরশিয়াকে অনেকে ‘ভুতু’ নামেই ডাকেন।
শেষ বার ২০২১ সালে ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল আরশিয়াকে। বর্তমানে নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত সে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর শেষের দিকে ফের অভিনয়ে ফিরবেন বলে খবর।
For all the latest entertainment News Click Here