ভাসুরের বিয়েতে একফ্রেমে পরম-জবা,অভ্রজিতের বিয়েতে ধামাল ‘অনুরাগের ছোঁয়া’ টিমের
বাংলা টেলিভিশনের অন্যতম ফেবারিট জুটি পরম-জবা। ‘কে আপন কে পর’-এর সুবাদে বাংলার ঘরে ঘরে সবাই চেনে এই জুটিকে। সিরিয়াল শেষ হলেও এখনও পরম-জবার রেশ রয়ে গিয়েছে মনে। আপতত ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে দর্শক দেখছে বিশ্বজিৎ-কে, তবে অভিনেত্রী পল্লবী শর্মার কামব্যাকের অপেক্ষায় হা পিত্যেশ করে বসে রয়েছে ফ্যানেরা। এর মাঝেই ফের একফ্রেমে ধরা দিলেন পরম-জবা। জবার ভাসুর মানে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী চলতি সপ্তাহের গোড়াতেই সাত পাকে বাঁধা পড়েছেন। আর সেই বিয়ের আসরেই পাশাপাশি পাওয়া গেল পল্লবী-বিশ্বজিৎ-কে।
আইনি বিয়ের পর্ব মিটেছিল আগেই, আর ১৫ই অগস্ট সমাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা বাংলা অভ্রজিত চক্রবর্তী এবং টেলিপাড়ার সহকারী পরিচালক রিনিকা সাহা। ‘কে আপন কে পর’-এর সেটেই শুরু হয়েছিল এই প্রেমের গল্প। অবশেষে তা পূর্ণতা পেল।
বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অভ্রজিত চক্রবর্তী। জি বাংলা থেকে স্টার জলসা, দুই লিডিং চ্যানেলেই দাপটের সঙ্গে কাজ করছেন। এই মুহূর্তে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’তে উর্মির কাকার চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’য় সূর্যর কাকার ভূমিকায় অভিনয় করছেন। অভ্রজিতের বিয়েতে হাজির ছিলেন অভিনেত্রী আয়েষা ভট্টাচার্য। ইউটিউব ভ্লগে অভ্রজিৎ-রিনিকার বিয়ের খুঁটিনাটি তুলে ধরেছেন তিনি।
রূপাঞ্জনা মিত্র, দিব্যজ্যোতি দত্ত, স্বস্তিকা ঘোষ, প্রারব্ধি সিংহ- ‘অনুরাগের ছোঁয়া’ টিমের সবাই উপস্থিতি ছিলেন টেলিপাড়ার নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে।
‘এই পথ যদি শেষ হয়’ পরিবারের সকলে হাজির না থাকলেও ‘মামণি’ নবনীতা দে কিন্তু হাজির ছিলেন নিজের পর্দার বরের বিয়ে চাক্ষুস করতে। সেই ছবিও শেয়ার করেছেন তিনি।
দীর্ঘদিনের প্রেমিকা রিনিকা সাহার সঙ্গে গত বছর জুলাই মাসে সই-সাবুদ করে বিয়ের পর্ব সেরেছিলেন অভিনেতা। আর ১৫ই অগস্ট অগ্নিকে সাক্ষী রেখে সাত পার ঘুরলেন অভ্রজিৎ-রিনিকা। বিয়ের দিন একদম সাবেকি সাজে পাওয়া গেল দুজনকে। অফ হোয়াইটের উপর সোনালি বুটির কাজ করা পাঞ্জাবিতে সেজেছিলেন উর্মির কাকা। আর লাল বেনারসিতে ঝলমল করলেন রিনিকা। আরও পড়ুন-সাত পাকে বাঁধা পড়লেন ‘এই পথ যদি না শেষ হয়’ অভিনেতা, পাত্রীও টেলিপাড়ার চেনা মুখ
দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশনে কাজ করছেন অভ্রজিৎ। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ‘কে আপন কে পর’ ধারাবাহিকে জবার ভাসুরের চরিত্রে অভিনয় করে। গ্রামের রানি বীণাপানি-সহ একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি।
For all the latest entertainment News Click Here