ভাষা আন্দোলনের ইতিহাস জানতে চান? অনেকটাই বলে দিতে পারে এই সিনেমাগুলি
বাংলা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে দীর্ঘ লড়াইয়ের পথ পেরিয়েছে বাংলাদেশ। বাংলা নিয়ে আন্দোলন তাই প্রতিবেশী দেশের কাছে প্রায়ই ‘অস্তিত্বের আন্দোলন’-এর সমার্থক। ভাষা নিয়ে আন্দোলনের এই চিত্র সিনেমাতে উঠে এলেও সংখ্যায় তা বেশ কম। এর মধ্যে দুটি ছবি সরাসরি বাংলা ভাষা নিয়ে। একটি হল ‘জীবন থেকে নেয়া’ ও অন্যটি ‘বাঙলা’। অন্যগুলি ভাষা আন্দোলন নিয়ে নির্মিত। চলুন জেনে নেওয়া যাক সিনেমাগুলির বিষয়ে।
জীবন থেকে নেয়া (১৯৭০)
পরিচালনা: জহির রায়হান
অভিনয়: রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতা, রওশন জামিল, আনোয়ার হোসেন।
চলচ্চিত্রটিতে ভাষা আন্দোলন নিয়ে বিখ্যাত গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’, ‘এ খাঁচা ভাঙব আমি কেমন করে’ ব্যবহার করা হয়েছে। বড় বোনের চরিত্রে রওশন ছিলেন অত্যাচারী। যা আসলে পশ্চিম পাকিস্তানের রূপক। পাকিস্তানি শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ছবি বলে দাগানো হয় এই চলচ্চিত্রকে। সেই অভিযোগে পরিচালক গ্রেফতার হন। পরে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান।
বাঙলা (২০০৬)
পরিচালনা: শহীদুল আলম খোকন
অভিনয়: শাবনূর, হুমায়ুন ফরীদি, মাহফুজ আহমেদ
বাংলাদের বিখ্যাত সাহিত্যিক আহমেদ ছফার ওঙ্কার উপন্যাসের অবলম্বনে তৈরি চলচ্চিত্রের মূল চরিত্র এক বোবা স্ত্রী। ভাষা নিয়ে মিছিল হলেই একমাত্র সে উত্তেজিত হয়ে ওঠে। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানে তাকে বাংলা’ শব্দটি উচ্চারণ করতে শোনা যায়। এরপরেই তাঁর মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। শহীদের রক্তও এমনই ছিল কি, এই ভাবনাই এখনও দর্শকদের অভিভূত করে।
ভাষা আন্দোলন নিয়ে সিনেমা
ভাষা আন্দোলন নিয়ে তৈরি সিনেমার মধ্যে রয়েছে রফিক উদ্দিন আহমেদ পরিচালিত ‘হৃদয়ে একুশ’, শবনম ফেরদৌসি পরিচালিত ‘ভাষা জয়িতা’, রোকেয়া প্রাচী পরিচালিত ‘বায়ান্ন’। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কারাগার সিরিজ’ ভাষা আন্দোলনের সঙ্গে কিছুটা সম্পর্কিত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here