ভালো ব্যাটিংয়ের জন্য ফ্যাফকে কৃতিত্ব দিয়ে শুকনো পিচ নিয়ে তোপ দাগলেন কোহলি
IPL 2023-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আবারও জয়ের পথে ফিরে এসেছে। বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৪ রানে জিতে জয়ের ধ্বজা তুলে ধরেছেন আরসিবি। এ দিনের ম্যাচে পঞ্জাবকে ১৭৫ রানের টার্গেট দিয়েছিল ব্যাঙ্গালোর। জবাবে পঞ্জাব কিংস ১৮.২ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায়। বেঙ্গালুরুর পেসার মহম্মদ সিরাজ দারুণ পারফরমেন্স করেন এবং ম্যাচ শেষে তাঁকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়েছিল। ৪ ওভারের স্পেলে মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। টুর্নামেন্টে এটি আরসিবির তৃতীয় জয় ছিল, যেখানে পঞ্জাব তাদের তৃতীয় পরাজয়ের মুখোমুখি হয়েছিল। শিখর ধাওয়ান ফিট না থাকায় পঞ্জাবের নেতৃত্বে ছিলেন স্যাম কারান। একইসঙ্গে আরসিবি-র দায়িত্বে ছিলেন বিরাট কোহলি। নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছিলেন।
আরও পড়ুন… সাফল্য যেন মাথা ঘুরিয়ে না দেয়- রিঙ্কু সিংকে সতর্ক করলেন সুনীল গাভাসকর
ম্যাচের পরে বিজয়ী অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘টেবিল দেখে আপনি দলকে নিয়ে ধারণা করতে পারেন না। আমরা ১৩ বা ১৪ গেম পর্যন্ত চেষ্টা করে থাকি এবং আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে পারি।’ ফ্যাফ ডু প্লেসির ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে বিরাট বলেন, ‘ফ্যাফ এই পিচে সত্যিই ভালো ব্যাটিং করেছেন। তাঁর ইনিংস নিশ্চিত করেছে যে শেষ পর্যন্ত আমরা ২০-৩০ রান অতিরিক্ত ছিলাম।’ পঞ্জাবের পিচ নিয়ে কথা বলতে গিয়ে RCB ক্যাপ্টেন বলেন, ‘এখানকার পিচ নীচে থেকে খুব রুক্ষ ছিল, আমার মনে হয় সেখানে যথেষ্ট জল ছিল না। স্পিনারদের বিরুদ্ধে ব্যাক-ফুটে খুব কমই কেউ ছক্কা মেরেছেন।’ নিজেদের দলের কৌশল নিয়ে কথা বলতে গিয়ে বিরাট কোহলি বলেন, ‘কৌশলটি ছিল গভীর ব্যাট করার জন্য ১৯০ এ ক্র্যাক করতে হবে।’ স্কোর বোর্ডে ১৭৪ রান করার পরে সিরাজদের কী বার্তা দিয়েছিলেন? তার উত্তরে বিরাট কোহলি বলেন, ‘বোলারদের বার্তা দেওয়া ছিল যে আমাদের দেওয়া লক্ষ্যটা যথেষ্ট। যেন খেলাটিকে গভীরভাবে নিয়ে যাওয়া হয়। বিশেষ করে যখন তারা ৬-৭ উইকেট হারিয়েছিল। ব্যাটিং লাইন আপ আরও গভীর, কিন্তু আমাদের বোলিংয়েও বিকল্প ছিল। অর্ধেক পর্যায়ে, খেলাটি প্রতিপক্ষের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল এবং আপনি পাওয়ারপ্লেতে চার উইকেট তুলে নিলে খেলাটি প্রায় শেষ হয়ে যায়।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
ম্যাচের কথা বললে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ব্যাঙ্গালোর। বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসি প্রথম উইকেটে ১৩৭ রান যোগ করেন। ১৭তম ওভারের প্রথম বলে কোহলি আউট হওয়ার পর এই জুটি ভেঙে যায়। হরপ্রীত ব্রার তাঁকে তার শিকারে পরিণত করেন। ৪৭ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৭ রান করেছিলেন বিরাট কোহলি। একই ওভারের দ্বিতীয় বলে গ্লেন ম্যাক্সওয়েলকে (০) প্যাভিলিয়নের পথ দেখান ব্রার। ১৮তম ওভারে ডুপ্লেসিকে ফাঁদে ফেলেন নাথান এলিস। ৫৬ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৮৪ রানের ইনিংস করেন ডু প্লেসি। বিশেষ কিছু করতে পারেননি দীনেশ কার্তিক (৭)। ১৯তম ওভারে আর্শদীপ সিংয়ের বলে আউট হন তিনি। মহিপাল লোমরোর ৭ রানে অপরাজিত থাকেন এবং শাহবাজ আহমেদ ৫ রান করেন।
আরও পড়ুন… PBKS vs RCB, IPL 2023: ১৫০ শেষ পঞ্জাবের ইনিংস, ২৪ রানে জিতল বিরাটের ব্যাঙ্গালোর
লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্জাবের শুরুটা খারাপ হয়েছিল। প্রথম ওভারেই এলবিডব্লিউ হন অথর্ব তাইডে (০)। ম্যাথু শর্ট (৮) ও লিয়াম লিভিংস্টোন (২) এবং হারপ্রীত সিং ভাটিয়া (১৩) তাদের ভালো পারফর্ম করতে পারেননি। তবে প্রভসিমরন সিং (৪৬) দীর্ঘ সময় ধরে এক প্রান্ত ধরে রেখেছিলেন। পঞ্চম উইকেটে কারানের (১০) সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন তিনি। দশম ওভারে প্যাভিলিয়নে ফেরেন কারান এবং দ্বাদশ ওভারে প্রভাসিমরান। অষ্টম উইকেটে হারপ্রীত ব্রারের (১৩) সঙ্গে জিতেশ শর্মা (৪১) ৪১ রানের জুটি গড়েন। শাহরুখ খান ৭ এবং নাথান এলিস একটি রান করেন। শেষ খেলোয়াড় হিসেবে হার্ষাল প্যাটেলের শিকার হন জিতেশ শর্মা। ওয়ানিন্দু হাসারাঙ্গা দুটি এবং ওয়েন পার্নেল একটি উইকেট নেন। পঞ্জাবের দু জন খেলোয়াড় রান আউট হন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here