ভালো নায়িকার সাথে ভালো ক্যামেরাও চালায় মিঠাই, শ্যুটে সিদ্ধার্থের শট নিল পটু হাতে
জি বাংলার এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। রমরমিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছে এটি। বিগত কয়েক মাস ধরে টানা ধরে রেখেছে TRP তালিকায় প্রথম স্থানও। সঙ্গে লাফিয়ে লাফিয়ে জনপ্রিয়তা পেয়েছে ধারাবাহিকের নায়িকা মুখ সৌমিতৃষা কুণ্ডু।
সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ সৌমিতৃষা। নিজের ভক্তদের জন্য নানা ধরনের রিল, ফোটো, পোস্ট শেয়ার করে থাকেন তিনি। সঙ্গে সেটের বিহাইন্ড দ্য সিন মোমেন্টও থাকে সকলের জন্য। এবার সেরকমই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও এবার তা শেয়ার করেননি মিঠাই, বরং একটি ফ্যানপেজের থেকে এটি শেয়ার করা হয়েছে।
দেখা যাচ্ছে ‘মিঠাই’ গেটআপে ক্যামেরার পিছনে সৌমি। নানা খুঁটিনাটি বুঝে নিচ্ছে সে। এমনকী, শটের ফ্রেম নিয়েও তাঁকে কথা বলতে শোনা যাচ্ছে। জানেন কার শ্যুট করল ক্যামেরার পিছনে থেকে? ‘উচ্ছেবাবু’ সিড অর্থাৎ অদৃতের।
ভিডিয়োটি নিমেষে ভাইরাল হয়েছে। অনেকেই মনে করছেন সৌমিতৃষার মধ্যে ভালো নায়িকা হওয়ার পাশাপাশি ভালো পরিচালক হওয়ার সম্ভাবনাও রয়েছে। ভরে ভরে প্রশংসা হয়েছে অভিনেত্রীর। শাড়়ির আঁচল কোমরে গুঁজে যেভাবে ক্যামেরার নাড়াচাড়া করছেন তাতে তারিফ তো হবেই।
‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্র দিয়ে অভিনয় শুরু করেন সৌমিতৃষা। তারপর ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘গোপাল ভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’-এর মতো ধারাবাহিকে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন। তারপর তাঁকে দেখা যায় ‘কনে বউ’ ধারাবাহিকের প্রধান চরিত্রে। কিন্তু সেই ধারাবাহিক শেষ না হতেই তিনি সুযোগ পেয়ে যান ‘মিঠাই’-এ মূল চরিত্রে অভিনয়ের। আপাতত বাঙালি দর্শকের নয়নের মণি সে!
For all the latest entertainment News Click Here