ভালো খেলেও ৮১ মিনিটে গোল হজম, এশিয়ান কাপে শক্তিশালী উজবেকদের কাছে হার ভারতের
এবারের অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে ড্র করে এই টুর্নামেন্ট শুরু করে ভারত। প্রথম ম্যাচ ড্র হওয়ায় স্বাভাবিক ভাবেই ভেঙে পড়ে ভারতের তরুণ ফুটবলাররা। কিন্তু হাল ছেড়ে দেয়নি তারা। ঘুরে দাঁড়ানোর শপথ নিয়ে দ্বিতীয় ম্যাচে অর্থাৎ উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নামে টিম ইন্ডিয়া। কিন্তু সেখানেও ভাগ্য বদলালো না। ০-১ গোলে হারতে হল ভারতকে।
এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখাতে থাকে উজবেকিস্তান। পালটা দিতেও ছাড়েনি ভারতের তরুণরা। দুই দলের পালটা লড়াইয়ে জমে ওঠে খেলা। তবে এই ম্যাচে বল পজিশন সহ সব দিক থেকেই এগিয়ে ছিল উজবেকিস্তান। যার ফল হাতে নাতে পেয়েছে টিম উজবেকিস্তানের তরুণ ফুটবলাররা। অবশ্য এই ম্যাচে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। যদিও বল দখলের লড়াইয়ে উজবেকিস্তান এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় তারা।
কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পরও ফলাফল খুব একটা বদলায়নি। ফলে চাপ আরও বাড়তে থাকে। কিন্তু খেলাটার নাম যেহেতু ফুটবল, তাই মুহূর্তের মধ্যেই ম্যাচের পরিস্থিতি বদলে যায়। ম্যাচের একেবারে শেষে ভারতীয় ফুটবলারদের বোকা বানিয়ে গোল করেন উজবেকিস্তানের রেইমভ। ৮১ মিনিটের মাথায় গোল করে উজবেকিস্তান। এরপর আর কোনও ভাবেই গোলের মুখ দেখে ম্যাচে ফিরে আসতে পারেনি ভারত। তবে দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তারা। একটি গোল করে দিতে পারলেই ম্যাচের পরিস্থিতি বদলে যেতেই পারত। কিন্তু তা আর হল না। ফের হতাশ হয়েই মাঠ ছাড়তে হল ভারতকে।
গত ম্যাচে ড্রয়ের পর হারের মুখ দেখতে হল ভারতকে। এএফসি এশিয়ান কাপের শুরুটা মোটেই ভালো হল না টিম ইন্ডিয়ার। যার ফলে এই টুর্নামেন্টে আরও চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। কেন এমন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে ভারতকে। প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সব মহলে। গত ম্যাচে ভিয়েতনামের বিরুদ্ধে ড্র। এবং এবার উজবেকিস্তানের বিরুদ্ধে হার। স্বাভাবিক ভাবেই এমন পরিস্থিতি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এটাই দেখার শেষ পর্যন্ত কী হয়।
For all the latest Sports News Click Here