ভালো খেলার পুরস্কার, টি-২০ র্যাঙ্কিং-এ এগোলেন রিচা
শুভব্রত মুখার্জি: ভারতীয় মহিলা সিনিয়র ক্রিকেট দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার কিপার ব্যাটার রিচা ঘোষ। ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে বেশ ভালো পারফরম্যান্স করছেন তিনি। লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে আক্রমণাত্মক ইনিংস খেলতে দেখা যায় তাঁকে। আর তাঁর এই ভালো পারফরম্যান্সের সুফল পেলেন তিনি। আইসিসি প্রকাশিত মহিলা টি-২০’র নয়া ক্রমতালিকায় চার ধাপ উঠলেন রিচা ঘোষ।
আরও পড়ুন… চাপ না সহ্য করতে পারলে দোকান দাও, ডিম বেচো-ফের ক্রিকেটারদের উপহাস কপিলের
মহিলা টি-২০ ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় চার ধাপ উঠে এলেন রিচা ঘোষ। বর্তমানে রয়েছেন ৪০ নম্বরে। ভারতের তথা বাংলার অপর ক্রিকেটার দীপ্তি শর্মাও একধাপ উপরে উঠেছেন। তিনি রয়েছেন ৩২ নম্বরে। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে সদ্য সিরিজ জেতানো অ্যাশলে গার্ডনার অনেকটাই উপরে উঠে এসেছেন। উল্লেখ্য চতুর্থ টি-২০ ম্যাচে অজিরা ৭ রানে জয় পায়। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যাশলে গার্ডনারের। ওই ম্যাচে গার্ডনার ৪২ রান করেছিলেন। পাশাপাশি ২০ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট ও। এর আগের ম্যাচে ও তিনি দুটি উইকেট নেন। ফলে বোলারদের তালিকায় নয় ধাপ উঠলেন তিনি। বর্তমানে তাঁর র্যাঙ্কিং ১৭।
আরও পড়ুন… ভাইরাল ডিমকে পিছনে ফেললেন লিও, মেসির বিশ্বকাপ জয়ের ইনস্টা পোস্ট গড়ল নতুন নজির
অলরাউন্ডারদের তালিকাতেও তিনি চতুর্থ স্থানে উঠে এসেছেন। অজি অলরাউন্ডার এলিসা পেরি ১৭ ধাপ উঠে ৩৪ তম স্থানে উঠে এসেছেন। ভারতের বিরুদ্ধে ৭৫ এবং ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে চতুর্থ স্থানে রয়েছেন হেইলি ম্যাথুজ। অলরাউন্ডারদের তালিকাতেও তিনি রয়েছেন দুইয়ে। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা তিন ধাপ উপরে উঠে এসেছেন। তিনি ব্যাটারদের তালিকায় রয়েছেন ৪৩ নম্বরে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটস উঠে এসেছেন ১৪ তম স্থানে। বোলারদের মধ্যে অ্যাফি ফ্লেচার ১৪ নম্বরে এবং অস্ট্রেলিয়ার আলানা কিং উঠে এসেছেন ২৭ তম স্থানে। ক্রমতালিকায় তাঁদের উন্নতি চোখে পড়ার মতন।
For all the latest Sports News Click Here