‘ভালো উদ্দেশ্য, ভালো চোখে দেখে বলা হয়নি’, নিজের নেতিবাচক রিভিউ-সমালোচনায় ইয়ামি
গত মাসে মুক্তি পেয়েছে ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘দাসভি’। ছবি সম্পর্কে জনসাধারণের মতামত দেখে মুখ খুলেছেন ইয়ামি। অভিনেত্রীর কথায় ছবির রিভিউ ‘একটি ভাল উদ্দেশ্য এবং জায়গা’ থেকে আসেনি। নিজের খারাপ লাগার কথা ভাগ করে নিয়েছেন তিনি।
গত মাসে, ইয়ামি একাধিক টুইট শেয়ার করেছেন, ‘দাসভি’তে তাঁর অভিনয়ের পর্যালোচনাগুলির মধ্যে ‘অত্যন্ত অসম্মানজনক’ বলে মনে করেছেন। ‘দাসভি’তে অভিষেক বচ্চন এবং নিমরত কৌরও রয়েছেন। ৭ এপ্রিল নেটফ্লিক্স এবং জিও সিনেমায় মুক্তি পেয়েছে এই ছবি। একজন পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি। আরও পড়ুন: ‘বলিউড কখনও শেষ হবে না’, এবার হিন্দি বিতর্কে জোরদার বার্তা রোহিত শেট্টির
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামি বলেছেন, ‘খারাপ লাগেছিল আমার। এটা এমন জায়গা থেকে আসেনি যেখানে আমি পাঁচজনের সঙ্গে কথা বলে তারপর লিখেছি। আমি এটা পড়ে, অনুভব করে, তারপর লিখেছি। আমি মনে করি এটি প্রয়োজনীয় ছিল। সব বিষয় কথা বলিনা আমি। সমালোচনা হওয়াটা জরুরি। কিন্তু ব্যক্তিগত বিষয় আসতেই আমার খারাপ লেগেছে। এই আবেগ অনুভব করা আমার ভুল নয়, তবে আবেগে ভেসে যাচ্ছি না আমি। খুলে বলাটা জরুরি ছিল বলে মনে হয়। এটা জরুরিও। সব কিছুকে সহজে মেনে নেওয়া এবং এটি যেভাবে লেখা হয়েছিল তা সেখানেই ঝেড়ে ফেলা দরকার।’
অভিনেত্রীর কথায়, ‘সমস্যা ছিল না কেউ আমার অভিনয় পছন্দ করেনি, ঠিক আছে। তবে এটি একটি ভালো উদ্দেশ্য থেকে বলা হয়নি, এটি একটি ভালো চোখে দেখে বলা হয়নি। বলা যেতে পারত, এটি কাজে দেয়নি, সেক্ষেত্রে কোনও সমস্যা ছিলনা। এমন একটা শব্দ ছিল, মনে হয়েছিল সবকিছু ধুয়ে ফেলার চেষ্টা করছে, যেন এর কিছুই মানে হয় না। আমি জানি আমি কতটা সততার সঙ্গে সারা জীবন কাজ করেছি, আপস না করে, আমার মর্যাদা এবং মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে। আমি এই ইন্ডাস্ট্রিতে কারও কাছে ঋণী নই, কিছু নির্দিষ্ট পরিচালক বিজ্ঞাপন নির্মাতাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা রয়েছে তবে এটি আমার নিজের যাত্রা।’
For all the latest entertainment News Click Here