‘ভালোর জন্যই’ বাদ দিয়েছে, এশিয়া কাপে সুযোগ না পেয়ে বললেন তারকা ব্যাটার
শুভব্রত মুখার্জি: অগস্ট মাসের শেষের দিক থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এবারের আসর বসবে আমিরশাহিতে। বছর শেষে টি-২০ বিশ্বকাপের মাথা রেখে এবারের এশিয়া কাপ খেলা হবে টি-২০ ফর্ম্যাটে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ভারতীয় দল। সেই দলে জায়গা পাননি মারকুটে স্বভাবের কিপার ব্যাটার ইশান কিশান। তবে দলে জায়গা না পেয়েও হতাশ হতে রাজি নন তিনি। বরঞ্চ তিনি নিজেকে আরও বেশি করে প্রস্তুত রাখতে চান যাতে করে ভবিষ্যতে সুযোগ এলে সমস্যায় না পড়েন তিনি।
আরও পড়ুন: ভিডিয়ো: বিশ্বচ্যাম্পিয়ন জ্যাভেলিন থ্রোয়ারকে বেধড়ক মার, ছুঁড়ে ফেলা হল সমুদ্রে
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইশান জানিয়েছেন ‘আমি মনে করি নির্বাচকরা যা করছে তা ভালোর জন্যই করছে। তারা অনেক ভাবনা চিন্তা করেই একজন ক্রিকেটারকে বেছে নেয়। কাকে কখন সুযোগ দেওয়া হবে, কোথায় সুযোগ দেওয়া হবে সেইসব ভেবেই তারা নির্বাচন করেন। হয়ত এটা আমার জন্য পজিটিভ হবে। আমি সেইভাবেই বিষয়টাকে নিচ্ছি। আমি আরও কঠোর পরিশ্রম করব। আরও রান করব। নির্বাচকরা যখন আমার বিষয়ে আশ্বস্ত হবে তখন নিশ্চয় আমাকে দলে সুযোগ দেবে।’
উল্লেখ্য ১৫.৫ কোটিতে টাকা খরচ করে এবার ইশান কিশানকে আইপিএলে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও শেষ আইপিএলে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি তার দল। তবে ইশান কিশান ১৪টি ইনিংসে ৪১৮ রান করেছিলেন। গড় ছিল ৩২.১৫। এশিয়া কাপে গ্রুপ-এ’তে রয়েছে ভারত, পাকিস্তান এবং একটি কোয়ালিফায়ার দেশ। প্রতি গ্রুপের প্রথম এবং দ্বিতীয় দল পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার-৪’এ যাবে। যেখানে রাউন্ড রবিন লিগে খেলা হবে। ১১ সেপ্টেম্বর খেলা হবে ফাইনাল।
For all the latest Sports News Click Here