‘ভালোবাসার সমার্থক শব্দ তুমি’, শাহরুখের জন্মদিন মন ছোঁয়া বার্তা আলিয়ার-সলমনের
শাহরুখ খান…. নাম তো সুনা হি হোগা। তিনি ভারতবাসীকে বিশ্বাস করতে শিখিয়েছেন, ‘প্যায়ার দোস্তি হ্যায়’ আবার কখনও, সদর্পে বলেছেন ‘মাই নেম ইজ খান…. অ্যান্ড আই অ্যাম নট টেরোরিস্ট’। তিন দশক ধরে বলিউডের কিং খান তিনি। এমনি এমনি হিন্দি সিনেমার ‘রোম্যান্স কিং’-এর তকমা পাননি তিনি। ডিডিএলজে, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায় থেকে মহব্বতেঁ- রুপোলি রোম্যান্সের পারফেক্ট সংজ্ঞা তো শাহরুখ খান।
ভারতীয় সিনেমার গ্লোবাল আইকন শাহরুখ, নিজের অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করেছেন দশকের পর দশক ধরে। আজ সেই সুপারস্টারেরের ৫৬তম জন্মদিন। গত এক মাসে আরিয়ানের মাদক-বিতর্কের জেরে কম কটূক্তির মুখে পড়েনি শাহরুখ, তবে তিনি এই বিতর্ক নিয়ে একটা শব্দও এখনও খরচ করেননি।
শাহরুখের জন্মদিনে খোলা চিঠি লিখলেন আলিয়া। শাহরুখের ‘ডিয়ার জিন্দেগি’ কো-স্টারের কথায় ‘ভালোবাসার সমার্থক শব্দ তুমি’। মহেশ ভাট কন্যা লিখেছেন, ‘আমার প্রিয় ব্যক্তি, শুধু সিনেমার রাজা নও তুমি, উদারতার আদর্শ পাঠ তুমি… হয়ত সবকিছুই তুমি!! শুভ জন্মদিন শাহরুখ, তুমি ভালোবাসার সমার্থক ছিলে, আছো আর থাকবে। ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে বড় বিষয়, আর তুমিও! আমার আশা, প্রার্থনা যে তোমার জীবন সবসময় ভালোবাসা ভরপুর থাকুক, শুধু ভালো হোক তোমার- কারণ তুমি আমাদের শুধু ভালোটাই দিয়ে এসেছো’।
অন্যদিকে জন্মদিনে শাহরুখকে ভাই বলে সম্বোধন করে আদুরে পোস্ট লিখেন সলমন। টুইটারের দেওয়ালে সলমন লেখেন, ‘ আজ আমার ভাইয়ের জন্মদিন। হ্যাপি বার্থ ডে মেরে ভাই….শাহরুখ’।
এদিন বি-টাউনের তরফে শাহরুখের জন্য উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, করণ জোহর, শিল্পা শেট্টিরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে। ছেলে জামিনে ছাড়া পাওয়ায় জন্মদিনে কিছুটা স্বস্তিতে শাহরুখ, তবে লাইমলাইট থেকে নিজেকে দূরেই রাখলেন তিনি। প্রতিবারের মতো এবছরও মন্নতের বাইরে বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন শাহরুখ ভক্তরা। তবে মন্নতের ব্যালকনিতে দেখা মেলেনি শাহরুখ ভক্তদের ‘ভগবান’-এর।
For all the latest entertainment News Click Here