ভালোবাসার আখ্যান নিয়ে আসছে চিরসখা হে, পর্দায় ফুটে উঠবে তনুশ্রী-ইশানের রসায়ন
ইশান আর তিলোত্তমা আসছে নতুন প্রেমের গল্প নিয়ে। গল্পে দেখা যাবে ইশান একটি বনেদি পরিবারের ছেলে যে ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে। বর্তমানে সে উত্তরবঙ্গে তাদের আদি বাড়িতে আছে তাঁর জেঠু এবং মায়ের সঙ্গে। পেশায় সে একজন ফটোগ্রাফার। অন্যদিকে তাঁর জেঠু শিবাশিস একজন উকিল। এমতাবস্থায় তার সঙ্গে আলাপ হয় তিলোত্তমার। তিলোত্তমার জীবনে নানা ঝড় ঝাপটা গিয়েছে। বছর সাতেক আগেই সে তার স্বামীকে হারিয়েছে। জীবনে আঘাত হেনেছে কঠিন সত্য। সে যখন তার জীবন নিয়ে ক্লান্ত তখনই তার সঙ্গে আলাপ হয় ইশানের। এমন অবস্থায় তাদের মধ্যে কী করে ভালোবাসার ছোঁয়া লাগে সেটাই এই গল্পে দেখা যাবে।
এই ছবির পরিচালনা করেছেন অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। ছবি নাম চিরসখা হে। এখানে প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন তনুশ্রী চক্রবর্তী এবং ইশান মজুমদার। অর্থাৎ তিলোত্তমার চরিত্রে দেখা যাবে তনুশ্রীকে এবং ইশান থাকবেন ইশানের ভূমিকাতেই। এই ছবির মাধ্যমেই টলি পাড়া পাবে নতুন জুটিকে। এখন এটাই দেখার পালা যে পর্দায় তাঁদের রসায়ন কতটা ফুটে ওঠে, বা সেটা কতটা দর্শকদের মন ছুঁয়ে যায়। তনুশ্রী এবং ইশান ছাড়াও এই ছবিতে দেখা যাবে টলিউডের একাধিক জনপ্রিয় মুখ, যেমন মিঠু চক্রবর্তী, বরুণ চন্দ প্রমুখকে।
আগাগোড়া ভালোবাসা, তার নানা দিক অর্থাৎ মান, অভিমান, ঝগড়া দিয়ে বোনা হয়েছে এই ছবির গল্প। এই ছবির চিত্রনাট্য লিখেছেন অভীক রায় এবং সুজয়নীল বন্দ্যোপাধ্যায়।
আগামী ১০ মার্চ বড়পর্দায় আসছে এই ছবি। তার আগে মুক্তি পেল ছবির ট্রেলার। এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছবির সমস্ত কলাকুশলীদের দেখা যায়। সৌম্য রিত এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন।
For all the latest entertainment News Click Here