ভারত সফরের মাঝেই প্রিয়জনকে হারালেন ডেভিড মিলার, নিজেই দিলেন বেদনাদায়ক খবর
ভারত সফরে থাকাকালীন প্রিয়জনকে হারালেন ডেভিড মিলার। সোশ্যাল মিডিয়ায় এমন হৃদয় বিদারক খবর জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার নিজেই। ইনস্টাগ্রামে ‘ছোট্ট রকস্টার’-এর সঙ্গে নিজের কিছু ছবির কোলাজ পোস্ট করে মিলার লেখেন, ‘শান্তিতে ঘুমোও আমার ছোট্ট রকস্টার। চিরকাল তোমাকে ভালোবাসব।’
মিলারের প্রিয় শিশুকন্যাটি দীর্ঘদিন ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন বলে খবর। শনিবারই তাঁর লড়াই শেষ হয় বলে জানা যাচ্ছে। মিলার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বেদনাবহ বার্তাও পোস্ট করেন। যেখানে তিনি লেখেন যে, ‘তোমাকে খুব মিস করব। তোমার মতো বড় মন আর কারও আছে কিনা আমার জানা নেই। তুমি লড়াইকে অন্য মাত্রা দিয়েছ। অবিশ্বাস্যরকম ইতিবাচক ছিলে। সর্বদা মুখে হাসি লেগে থাকত।’
আরও পড়ুন:- পিঠের চোটে ছিটকে যাওয়া পেসারের পরিবর্ত ঘোষণা করল ভারত, দলে ঢুকলেন ওয়াশিংটন সুন্দর
ডেভিড মিলার গত আইপিএল থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলতি ভারত সফরেও তিনি ব্যাট হাতে নির্ভরতা দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা দলকে। গুয়াহাটিতে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন মিলার। যদিও দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়।
আরও পড়ুন:- Video: বাউন্ডারি লাইনে দৌড়ে গিয়ে চার বাঁচালেন উইকেটকিপার, কনওয়ের ফটোফিনিশ ফিল্ডিং ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়
পরে ইন্দোরে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ৩টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মিলার। দক্ষিণ আফ্রিকা ম্যাচটি বড় ব্যবধানে জিতে নেয়।
লখনউয়ে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৭৫ রান করে নট-আউট থাকেন ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মিলারের এই ইনিংসটি।
For all the latest Sports News Click Here