ভারত শ্রেয়সের জন্য অপেক্ষা করছিল: সূর্যকুমারের বাদ পড়া প্রসঙ্গে পন্টিং
শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেই ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদবের। নাগপুরের প্রথম টেস্টে অভিষেক হয়েছিল সূর্যকুমারের। মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারের চোট থাকায় দলে সুযোগ পান তিনি। যদিও প্রথম টেস্টে বলার মতন পারফরম্যান্স তিনি করতে পারেননি। আর এরপরেই শ্রেয়স আইয়ার চোট সারিয়ে দলে ফেরার পরেই বাদ পড়তে হয় তাঁকে। অনেক বিশেষজ্ঞ বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। তবে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং মনে করেন ভারত শ্রেয়স আইয়ার ফেরার অপেক্ষা করছিল। ফলে সূর্যকুমারের দল থেকে বাদ পড়াকে দুর্ভাগ্য বলে মানতে নারাজ তিনি।
আরও পড়ুন… ইন্দোরে পিচ নিয়ে শুরু দোষারোপের পালা, BCCI-এর দিকেই আঙুল স্থানীয় প্রশাসনের
আইসিসি রিভিউ পডকাস্টে সঞ্চালিকা সঞ্জনা গনেশনের সঙ্গে আলোচনায় সূর্যকুমারের টেস্ট দল থেকে বাদ পড়া প্রসঙ্গে রিকি পন্টিং বলেন, ‘আমি মনে করি না এটা ওঁর (সূর্যকুমারের) দুর্ভাগ্য (প্রথম টেস্টের পরেই বাদ পড়া)। হ্যা এটা সত্যি যে সূর্য মাত্র ১টা টেস্ট খেলেছে। তবে এর পিছনের কারণটা হল ভারত অপেক্ষা করছিল শ্রেয়স আইয়ারের দলে ফেরার। শ্রেয়স ফিট হওয়ার অপেক্ষায় ছিল ভারত। শ্রেয়স শেষ ১২ মাসে ভারতীয় দলের হয়ে যে পারফরম্যান্স করেছে তা দেখলেই আপনি বুঝবেন কেন ভারতীয় দল তাঁর ফিট হওয়ার অপেক্ষায় ছিল। ঘরের মাঠে ওঁর পারফরম্যান্স অনবদ্য। সূর্যকুমারের দুর্ভাগ্য শ্রেয়স ফিট হলে ওঁকে মিডল অর্ডারে ফিরতেই হত, ফলে সূর্যর বাদ পড়াটা অবশ্যম্ভাবী ছিল। তবে আমি মনে করি টেস্ট ক্রিকেটে সূর্যর সময়ও আসবে।’
আরও পড়ুন… বর্ডার-গাভাসকর সিরিজের মাঝেই নিজের ছবির পোস্টার সামনে আনলেন প্রযোজক রবীন্দ্র জাদেজা
নাগপুরে একটি মাত্র ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন সূর্য। সেখানেই নাথান লিয়নের বলে বোল্ড হয়ে যান তিনি। এখন পর্যন্ত ভারতের হয়ে সূর্যকুমার ২০ টি ওয়ানডে খেলার পাশাপাশি ৪৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচেও খেলেছেন। পন্টিং আরও যোগ করে বলেছেন, ‘সূর্যকুমারের ব্যাট হাতে স্কিল আমি দেখেছি। আমি নিশ্চিত সূর্য ওঁর সংক্ষিপ্ত ফর্ম্যাটের স্কিলকে দীর্ঘতম ফর্ম্যাটে ট্রান্সফার করতে সমর্থ হবে। বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতেই সূর্য এটা করতে সমর্থ হবে বলে আমি মনে করি। আমি মনে করি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে খেলা অন্যতম স্কিলফুল ব্যাটার সূর্যকুমার। সূর্যর ক্ষমতা রয়েছে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে ওঁর ব্যাটিং স্কিল দিয়ে মানিয়ে নেওয়ার। আমি মনে করি ভারতীয় দলে মিডল অর্ডারে যদি কোন জায়গা তৈরি হয় সেই জায়গায় ফের খেলার সুযোগ পাবে সূর্য।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here