ভারত যেখানেই খেলে সমর্থকরা পাশে থাকে, রোহিতের কথা শুনে মস্করা করলেন কামিন্স
বুধবার ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। এই নিয়ে পরপর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। তবে এই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। আর এই ম্যাচকে ঘিরে উন্মাদনা পারদ চড়তে শুরু করেছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নামার আগে ট্রফি নিয়ে ফটোসেশনও হয়ে গেল এদিন। আর এই ফটো সেশনেই উঠে এল এই ম্যাচের প্রস্তুতি সংক্রান্ত একাধিক কথা। আইসিসির পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। আর সেখানেই উঠে আসে বিভিন্ন কথা। বিশেষ করে এবারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে লন্ডন শহরে। টেমস নদীর ধারে সুন্দর ঐতিহাসিক সেই শহর যে সবার কাছে এক রূপকথার মতো তা বলার অপেক্ষা রাখে না। তাই সেই সাক্ষাৎকার পর্বের শুরুতেই সঞ্চালিকা প্রথমেই সেই লন্ডন শহরের সম্পর্কে অজি অধিনায়ক প্যাট কামিন্সের থেকে মতামত চান। উত্তরে কামিন্স বলেন, ‘এখানে সূর্যের দাপট দেখা যায় না।’ একই প্রশ্ন রোহিতকেও করা হয়। তখন ভারত অধিনায়ক জানান, ‘যখনই খেলতে আসি, বাড়ি ফিরে যেতে একেবারেই ইচ্ছা করে না। এত সুন্দর শহর। পরিবারেক সঙ্গে এখানে অনেকটা সময় কাটিয়েছি। খুব ভালো লাগে এই শহরকে।’
প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়া। আর ফাইনালের আগে গত দুই বছরের লড়াই সম্পর্কে কামিন্সের থেকে জানতে চান সেই সঞ্চালিকা। জবাবে অজি অধিনায়ক বলেন, ‘গত দুই বছর ধরে আমরা অনেক ম্যাচ জিতেছি। আবার বেশ কিছু ম্যাচ হেরেছি। সব মিলিয়ে আমরা গত দুই বছর টেস্টে ভালো পারফরম্যান্স করেছি। তবে শেষ সিরিজে আমরা মোটেই ভালো খেলিনি। কিন্তু তা নিয়ে মোটেই চিন্তা করছি না।’
এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামছে ভারত। ফলে অজিদের থেকে অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে রয়েছে রোহিত শর্মার দল। আর এই ম্যাচে ভারতের সবচেয়ে বড় শক্তি কোনটা? এই প্রশ্ন করা হলে রোহিত বলেন, ‘সবদিক থেকেই আমরা নিজেদের প্রস্তুত রেখেছি। গত দুই বছর ধরে আমরা খুব পরিশ্রম করেছি। আমাদের দলের ক্রিকেটাররাও নিজেদের সেরাটা দিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার এই জায়গায় আসতে পেরেছি। ফলে প্রত্যাশা অনেক থাকে। নিজেদের সেরাটা দেওয়ার কাজ। আমাদের দলের ক্রিকেটাররা জানে নিজেদের দায়িত্ব সম্পর্কে।’
গত কয়েক বছর ধরেই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই টান টান উত্তেজনা এবং নাটকে ভরপুর। এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতেও যা দেখা দিয়েছে। এই বিষয়ে কামিন্সকে প্রশ্ন করা হলে অজি অধিনায়ক জানান, ‘অবশ্যই এর জন্য আইপিএল অনেকটা দায়ী। কারণ আইপিএলে আমাদের দলের অনেক ক্রিকেটাররা খেলে। ফলে দুই দলই একে অপরের দুর্বলতা সম্পর্কে জানে।’
ইংল্যান্ডে খেলা হওয়ায় দুই দলই হোম অ্যাডভান্টেজ পাবে না। এই নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা খুব মজার বিষয়। আমরা একে অপরের সঙ্গে নিজেদের হোম-অ্যাওয়ে ভিত্তিতে অনেক ম্যাচ খেলেছি। তবে এবার নিরপেক্ষ ভেনুতে খেলব। ফলে দুই দলই হোম অ্যাডভান্টেজ পাবে না। তবে আমরা যেখানেই যাই সেখানেই সমর্থকদের ভালোবাসা পাই। তবে যাই হোক না কেন, দুই দলেরই ইতিহাস রয়েছে। তবে এই টেস্ট সত্যি খুব চ্যালেঞ্জিং। পাঁচ দিনের খেলা ফলে যেকোনও মুহূর্তে যা কিছু ঘটতে পারে। তবে এই টুর্নামেন্ট টেস্ট ক্রিকেটের উন্মাদনা বাড়িয়েছে। কারণ এখানে জায়গা করে নিতে হলে দুই-একটি ম্যাচ জিতলেই হবে না। ধারাবাহিক পারফরম্যান্স করে যেতে হবে দুই বছর ধরে। ফলে ধারাবাহিকতা বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং।’ রোহিতের সঙ্গে সুর মেলান কামিন্সও।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here