‘ভারত বিলিয়ন ডলারের দল, তবু আমরা…’ রোহিতদের কটাক্ষ করলেন পাক প্রধান নির্বাচক
পাকিস্তানের প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিম আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন,সম্প্রতি ভারতীয় দলকে দুইবার হারিয়েছে পাকিস্তান দল। ওয়াসিম বলেন, গত বছর বিশ্বকাপে এবং এখন এশিয়া কাপেও আমরা ভারতকে হারিয়েছি। পাকিস্তানের প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিমের কথোপকথনের সময়ে ভারতীয় দলকে ঘিরেই নানা কথা বলেন তিনি। ওয়াসিম বলেন, ‘আমরা সম্প্রতি ভারতের মতো বিলিয়ন ডলারের দলকে হারিয়েছি। শুধু গত বছরের বিশ্বকাপেই নয়, এশিয়া কাপেও প্রথম হারের পর এক সপ্তাহের মধ্যেই আবারও পরাজিত করেছি।’
আরও পড়ুন… পাকিস্তানের হয়ে T20 WC-এ বড় অবদান রাখতে পারেন শোয়েব মালিক, এনটাই দাবি আফ্রিদির
আসলে ২০২২ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান ক্রিকেট দলের হারের ফলে সমালোচকদের মুখে পড়তে পাকিস্তানের দলকে। গত এক সপ্তাহে এশিয়া কাপে তাদের স্লো রানের কারণে সমালোচনার শিকার হয়েছেন বাবর আজমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে দলের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু পাকিস্তানের প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিম ভারতীয় ক্রিকেট দলের কথা উল্লেখ করে জবাব দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন।
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, ওয়াসিম সমালোচকদের মনে করিয়ে দিয়েছিলেন যে দলটি শুধুমাত্র ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে পরাজিত করেনি,যা বিশ্বকাপের ম্যাচে মেন ইন ব্লুদের বিরুদ্ধে তাদের প্রথম জয় ছিল,কিন্তু এছাড়াও ১০ মাস পরে একই ভেন্যুতে এশিয়া কাপের একটি ম্যাচেও তারা টিম ইন্ডিয়াকে গুরুত্বপূর্ণ ম্যাচে হারিয়েছে।
আরও পড়ুন… শুধু গতি নয়, বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও ভয় দেখাবে বাংলাদেশের বোলাররা! ডোনাল্ডের হুঙ্কার
ওয়াসিম বলেন, ‘ভারত বিলিয়ন ডলারের দল। তবে আমরা গত বছরের মতো এবারও এশিয়া কাপে তাদের হারিয়ে দেখিয়েছি। আমরা প্রমাণ করেছি যে এই দলটি জিততে সক্ষম এবং আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে তারা বিশ্বকাপে ভক্তদের আনন্দ দেবে।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি আপনার ইতিবাচক দিকগুলোও দেখতে হবে যে আমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং এশিয়া কাপের ফাইনাল খেলেছি। তাই দুয়েকটি বাজে পারফরম্যান্সের ভিত্তিতে দলকে পুরোপুরি বাদ দেওয়া হবে না।’
For all the latest Sports News Click Here