ভারত বিরোধী সিরিজের জন্য বন্ধ করা হল পাক ওটিটি প্ল্যাটফর্ম Vidly TV
আইটি আইন ২০২১ ধারা মোতাবেক পাকিস্তানি একটি ওটিটি প্ল্যাটফর্মকে ভারতে নিষিদ্ধ করল ভারত। সব মিলিয়ে মোট একটি ওয়েবসাইট, দুটি মোবাইল অ্যাপ, একটি স্মার্ট টিভি অ্যাপ এবং চারটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করল। এগুলি সব কটিই পাকিস্তানি ওটিটি প্ল্যাটফর্ম ভিডলি টিভির অংশ। এই প্ল্যাটফর্মে সদ্য এমন একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে যা ভারতবিরোধী বার্তা দেয়। এই ওয়েব সিরিজটির নাম ‘সেবক: দ্য কনফেশন’।
মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই ওয়েব সিরিজটি ভারতের সুরক্ষা, সার্বভৌমত্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অখণ্ডতার জন্য ক্ষতিকর। শুধু তাই নয় একই সঙ্গে এটা ভারতের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তার জন্যও সমান ক্ষতিকারক।
সরকারের তরফে জানানো হয়েছে এই ওয়েব সিরিজে একাধিক আপত্তিকর জিনিস দেখানো হয়েছে যার কারণে এটাকে নিষিদ্ধ করা হল। কী কী দেখানো হয়েছে যা ভারত বিরুদ্ধ? দেখুন:
১.এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই ওয়েব সিরিজের একদম শুরুতে ভারতের জাতীয় পতাকার অশোক চক্রকে আগুনে পুড়তে দেখা গিয়েছে।
২.এই ওয়েব সিরিজে ভারতে প্রবেশ করার যে ঐতিহাসিক ঘটনাগুলো রয়েছে সেগুলির বিকৃত সংস্করণ দেখানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ওয়েব সিরিজটি সংবেদনশীল, ঐতিহাসিক ঘটনা এবং জাতীয় গুরুত্বের বিষয়গুলির উপর ভারত বিরোধী জিনিস দেখানো হয়েছে। এর মধ্যে অন্যতম হল অপারেশন ব্লু স্টার বা তারপর ঘটা অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস, মালেগাঁও বিস্ফোরণ, সমঝোতা এক্সপ্রেসের বিস্ফোরণ, ইত্যাদি।’
৩. সরকারের তরফে বলা হয়েছে এই ওটিট প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে।
এখানে একাধিক ডায়লগ তুলে ধরা হয়েছে যার মাধ্যমে ঘৃনা ছড়ানো হয়েছে।
৪. এই ওয়েব সিরিজ, সেবক দ্য কনফেশন এর মাধ্যমে ভারতের প্রতি বিচ্ছিন্নতাবাদ, ঘৃণা, অসন্তোষ, বিতৃষ্ণা তৈরি করার চেষ্টা করা হয়েছে শিখ সম্প্রদায়ের মধ্যে।
৫. এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেই জানানো হয়েছে যে এই ওয়েব সিরিজের মাধ্যমে ঘৃণা এবং ভেদাভেদ তৈরি করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন ভারতীয় সম্প্রদায়গুলোর মধ্যে।
For all the latest entertainment News Click Here