ভারত-পাক সম্পর্ক নিয়ে বেফাঁস বিজেপি সাংসদ সানি দেওল, বললেন ‘ঘৃণা ছড়ানো হচ্ছে’
‘গদর ২’ আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে। অনীল শর্মার ২০০১ সালে মুক্তি পাওয়া কাল্ট ছবি গদরের সিক্যুয়েল এটা। এখানে ফুটে উঠেছিল ভারত ভাগের ছবি। দুই দেশের বাসিন্দাদের কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেই সময় সেটাই এখানে তুলে ধরা হয়। এবার আসছে তার পরবর্তী ভাগ। কার্গিল বিজয় দিবসের দিন মুক্তি পেল ‘গদর ২’ ছবিটির ট্রেলার। এদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পরিচালক তথা প্রযোজক অনীল শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন সানি দেওল, আমিশা প্যাটেল, প্রমুখ।
এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েই সবই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক নিয়ে মুখ খোলেন। আর সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।
সানি দেওল এদিন বলেন রাজনৈতিক কারণেই ভারত এবং পাকিস্তানের মধ্যে ঘৃণার সম্পর্ক তৈরি হয়েছে। অনেকেই তাঁর এই ডিপ্লোমেটিক বক্তব্যের জন্য তাঁর উপর বেজায় চটেছেন। অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই আবার ভাবছেন তিনি এমনটা বলেছেন যাতে কাঁটাতারের ওপারেও সবাই এই ছবিটি দেখেন। কেউ কেউ আবার বয়কট ধ্বনিও তোলেন।
সানি আসলে ঠিক কী বলেছিলেন?
‘গদর ২’ -এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সানি দেওল বলেন, ‘কিছু নিয়ে যাওয়া বা দেওয়া নেওয়ার কথা নয় এটা। কথাটা মনুষত্বের। ঝগড়া-হিংসা করা একদম ঠিক নয়। কাঁটাতারের দুদিকেই সমান ভালোবাসা আছে। এসব রাজনৈতিক খেলের জন্যই শেষ পর্যন্ত একে অন্যকে ঘৃণা করতে থাকে। আর সেই এই ছবিতে তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষরা কেউ চান না যে আমরা একে অন্যের সঙ্গে ঝগড়া করি। দুই দেশের মধ্যে এই বিবাদ ভালো নয়। এই রাজনৈতিক দোষারোপ, রাজনীতির জন্যই ভালোবাসার জায়গায় ঘৃণা তৈরি হয়।’
অনেকেই তাঁর এই পোস্টে মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘নিজের গুহা থেকে বেরিয়ে পাকিস্তানে গিয়ে দেখান।’ আরেকজন লেখেন, ‘ভারতে তো এই ছবি চলবে না, তাই যাতে পাকিস্তানে চলে তাই এসব বলছেন।’ আরেকজন নেট নাগরিক লেখেন, ‘আপনার এই ডায়লগের কারণে এখনই এক ছবি ফ্লপ করে গেল।’
For all the latest entertainment News Click Here