ভারত-পাক ম্যাচ নয়,বরং অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার খেলার মান অনেক ভালো- দাবি সৌরভের
২০২৩ বিশ্বকাপের ক্রীড়া সূচি অনুযায়ী ভারত ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল হোম বিশ্বকাপে দশ বছরের আইসিসি ট্রফির খরার অবসান ঘটাতে চাইবে। এই প্রথম ভারত নিজেরাই পুরো টুর্নামেন্ট আয়োজন করবে। টিম ইন্ডিয়া শেষ বার ২০১৩ সালে আইসিসি শিরোপা জিতেছিল। সে বার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে তুলেছিল। ঘটনাচক্রে ধোনির নেতৃত্বেই ভারত তাদের শেষ বিশ্বকাপ জিতেছিল (২০১১ সালে)।
১৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্লকবাস্টার সংঘর্ষে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। যুক্তিসঙ্গত ভাবে চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যে ম্যাচটিকে টুর্নামেন্টের সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ ম্যাচগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বাস করেন যে, গত কয়েক বছরে উভয় পক্ষের মধ্যে লড়াইয়ে খুব বেশি গুণগত মান ছিল না। বরং সৌরভের দাবি, ভারত গত কয়েক বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে একতরফা ভাবেই ম্যাচ জিতেছে।
আরও পড়ুন: যে সব মাঠ বিশ্বকাপে ভারতের ম্যাচ পায়নি, তাদের জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করল BCCI
সৌরভ গঙ্গোপাধ্যায় স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই ম্যাচে নিঃসন্দেহে অনেক বেশি হাইপ থাকে। কিন্তু এই ম্যাচে খেলার মান অনেক দিন ধরেই তেমন ভালো নয়। কারণ ভারত একতরফা ভাবেই জিতছিল। দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে পাকিস্তান সম্ভবত ওয়ার্ল্ড কাপে প্রথম বারের মতো ভারতকে পরাজিত করেছিল।’
আরও পড়ুন: দলের জন্য সব করতে পারি- ঝুঁকি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ব্যাট করতে নেমে চমকে দিলেন লিয়ন
ঘটনাচক্রে উভয় দলের মধ্যে শেষ লড়াই (টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২) ছিল মারাত্মক হাড্ডাহাড্ডি। শেষ বল পর্যন্ত ম্যাচ গড়িয়েছিল ম্যাচ। তবে শেষ পর্যন্ত ভারত মেলবোর্নে চার উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছিল। ২০২১ সালে পাকিস্তান একই টুর্নামেন্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। এই বিষয়ে আরও জোর দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে, অস্ট্রেলিয়ার সঙ্গে বরং ভারতের লড়াইয়ের সময়ে আরও ভাল মানের ক্রিকেট দেখা যায়।
প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন, ‘ভারত সেই টুর্নামেন্টে (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ) একেবারেই ভালো খেলেনি। কিন্তু আমার মতে, ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপে একটি ভালো খেলা হতে পারে। কারণ এই ম্যাচে খেলার মান বেড়ে যায়।’
পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। পিসিবি সরকারের কাছে ইতিমধ্যে অনুমতি চেয়েও চিঠি পাঠিয়েছে। পাক সরকারের তরফে এখনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে এখনও যথেষ্ট চাপানউতোর রয়েছে।
For all the latest Sports News Click Here