ভারত-পাকিস্তান সিরিজ নেই, তাহলে কি WTC আইসিসি ইভেন্ট নয়? প্রশ্ন প্রাক্তন তারকার
ভারত-পাকিস্তান লড়াই ছাড়াই আইসিসি ইভেন্ট কার্যত ভাবা যায় না। তবে গত চার বছর ধরে ঠিক সেটাই হয়ে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা আকাশ চোপড়া। তাঁর দাবি, দ্বিপাক্ষিক সিরিজে ভারত-পাকিস্তান সম্মুখসমরে নামে না, এটা সবাই জানে। তবে আইসিসি ইভেন্টে দু’দলের একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে অসুবিধা হওয়ার কথা নয়। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপে কেন ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে না, তাই নিয়েই প্রশ্ন তুললেন চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘হতে পারে আপনি সব দলের বিরুদ্ধে খেলেন না। তবে এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, এটা আইসিসি ইভেন্ট। চার বছর হয়ে গেল। ভারত-পাকিস্তান লড়াই ছাড়া আইসিসি ইভেন্ট ভাবতে পারেন? এমনটা কখনই হতে পারে না। টুর্নামেন্টের শুরুতেই এটা (ভারত-পাক ম্যাচ) দেখা যায় যাতে ব্যবসায়িক দিক দিয়ে শুরুটা ভালো হয়। সর্বোচ্চ রেটিং পেলে তবেই না লোকের হাতে পয়সা আসে।’
আকাশ পরক্ষণেই বলেন, ‘তাহলে কি টেস্ট চ্যাম্পিয়নশিপ আইসিসি ইভেন্ট নয়? আইসিসিই তো ফাইনাল আয়োজন করে। সুতরাং, টেস্ট চ্যাম্পিয়নশিপ বৃত্তের সব ম্যাচই আইসিসির পরিধিতে থাকা উচিত। ৬ বছর হবে, টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তানের একটিও সিরিজ দেখা যাবে না। এটাও একটা আইসিসি টুর্নামেন্ট। যদি তা না হয়, তাহলে সেটা স্পষ্ট করে দেওয়া উচিত। বলে দেওয়া উচিত যে এটা নিছক দ্বিপাক্ষিক সিরিজ এবং এভাবে শুধু টেস্ট ক্রিকেটের গ্ল্যামার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’
আরও পড়ুন:- WTC Final: ‘দলকে ফাইনালে তুলতে ভূমিকা নিয়েছিলাম, তাই…’ খেতাবি লড়াই থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন অশ্বিন
উল্লেখ্য, ২০১৯-২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত ঘরের মাঠে লড়াই চালায় দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে। টিম ইন্ডিয়া অ্যাওয়ে সিরিজে মাঠে নামে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
২০২১-২০২৩ ডব্লিউটিসি সাইকলে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামে। টিম ইন্ডিয়া অ্যাওয়ে সিরিজ খেলে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে।
আরও পড়ুন:- MLC 2023: অবসর নিয়েই মার্কিন মুলুকে ঝড় তুলতে চললেন রায়াড়ু, মাঠ মাতাবেন সুপার কিংসের জার্সিতেই
প্রতিটি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকলে প্রতিটি দলকে ঘরে-বাইরে ৩টি করে মোট ৬টি সিরিজ খেলতে হয়। অর্থাৎ, ঘরের মাঠে তিনটি টেস্ট সিরিজ এবং বিদেশে ৩টি টেস্ট সিরিজ খেলে তবেই যোগ্যতা অর্জন করতে হয় ফাইনালের। পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের যে সূচি প্রকাশিত হয়েছে, তাতেও ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ের কোনও সম্ভাবনা নেই। ভারত-পাকিস্তান শেষবার নিজেদের মধ্যে টেস্ট সিরিজ খেলে ২০০৭ সালে।
For all the latest Sports News Click Here