ভারত নয়, ১০০ টেস্টের দীর্ঘ ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের পাল্লা ভারি, জেনে নিন সাতকাহন
১৯৪৮ সালে দিল্লিতে শুরু হয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটের যাত্রা। ৭৫ বছর পরে দু’দেশ নিজেদের মধ্যে ১০০তম টেস্টে মাঠে নামে। উল্লেখযোগ্য বিষয় হল, ভারত প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জেতে যে মাঠে, সেখানেই খেলা হচ্ছে দু’দেশের শততম টেস্ট ম্যাচ। গত দু’দশকে ভারত টেস্টে একতরফা আধিপত্য দেখায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। যদিও সার্বিকভাবে টেস্টের ইতিহাসে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সাফল্য এখনও বেশি। দেখে নেওয়া যাক দু’দেশের পারস্পরিক টেস্ট ইতিহাসের সাতকাহন।
১. ১৯৪৮ সালের ১০ নভেম্বর দিল্লিতে প্রথমবার টেস্ট ম্যাচে সম্মুখসমরে নামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সেই টেস্ট ম্যাচটি ড্র হয়। ওয়েস্ট ইন্ডিজ ৫ ম্যাচের সিরিজ জেতে ১-০ ব্যবধানে। ৭৫ বছর পরে পোর্ট অফ স্পেনে দু’দল নিজেদের মধ্যে ১০০তম টেস্ট ম্যাচে মাঠে নামে।
২. এর আগে পর্যন্ত দু’দেশের মধ্যে খেলা ৯৯টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ২৩টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩০টি টেস্ট। ড্র হয়েছে ৪৬টি টেস্ট। সুতরাং, পরিসংখ্যানের নিরিখে পাল্লা ভারি ওয়েস্ট ইন্ডিজের দিকে।
৩. এই নিয়ে দু’দেশের ১০০টি টেস্টের মধ্যে ভারতে খেলা হয়েছে ৪৭টি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে ৫৩তম টেস্ট ম্যাচ। ভারতে ১৩টি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৪টি টেস্ট। ড্র হয়েছে ২০টি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগের ৫২টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ১০টি টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৬টি টেস্ট। ড্র হয়েছে ২৬টি ম্যাচ।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলার লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
৪. সিরিজ জয়ের নিরিখেও সামান্য এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও পর্যন্ত দু’দেশ নিজেদের মধ্যে ২৪টি টেস্ট সিরিজ খেলেছে। ভারতে খেলা হয়েছে ১২টি সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজে খেলা হয়েছে ১২টি সিরিজ। ভারত জিতেছে ১০টি সিরিজ (ভারতে ৫টি ও ওয়েস্ট ইন্ডিজে ৫টি) এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১২টি সিরিজ (ভারতে ৫টি ও ওয়েস্ট ইন্ডিজে ৭টি)। ২টি সিরিজ ড্র হয়েছে, সেই ২টি সিরিজ খেলা হয়েছে ভারতে।
৫. ক্যারিবিয়ান দল শেষবার ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচ জেতে ২০০২ সালে। গত ২১ বছরে ২৪টি টেস্টে ভারতকে হারাতে পারেনি তারা। শেষ দু’দশকে টানা ৮টি টেস্ট সিরিজে ভারতের কাছে হার মানে ওয়েস্ট ইন্ডিজ। নয় নম্বর সিরিজেও তারা ইতিমধ্যেই ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে।
৬. ভারত প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জেতে ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে। সেবারই ভারত প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতে। ৫ ম্যাচের সিরিজের ৪টি টেস্ট ড্র হয়। ১টি ম্যাচ জেতে ভারত।
আরও পড়ুন:- ক্যাচ জেতায় ম্য়াচ: শফিক নাকি বেয়ারস্টো, ২টি অবিশ্বাস্য ক্যাচের কোনটি সেরা, বিচার করুন ভিডিয়ো দেখে
৭. ভারত-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত রেকর্ড পরিসংখ্যানে চোখ রাখুন-
সব থেকে বেশি রান- গাভাসকর (২৭৪৯ রান)
সব থেকে বেশি উইকেট- কপিল দেব (৮৯টি উইকেট)
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস- রোহন কানহাই (২৫৬ রান)
সব থেকে বেশি সেঞ্চুরি- গাভাসকর (১৩টি সেঞ্চুরি)
সেরা বোলিং পারফর্ম্যান্স- কপিল দেব (৮৩ রানে ৯ উইকেট)
সব থেকে বেশি ইনিংসে ৫ উইকেট- মার্শাল ও অশ্বিন (৬বার করে)
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের আগে ভারত ২টি দেশের বিরুদ্ধে ১০০-র বেশি টেস্ট ম্যাচ খেলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৭টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here