‘ভারত চাঁদ পর!’ চন্দ্রযান ৩ সফল হতে না হতেই ছবি বানানোর জন্য হুড়োহুড়ি!
২৩ অগস্ট সন্ধ্যায় ভারতকে গর্বিত করে চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান ৩। গোটা দেশ এখন উচ্ছ্বাসে ভাসছে, আর হবে নাই বা কেন ইসরোর জন্যই তো ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে পারল। আর এই সাফল্য আসতে না আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মিম দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হল এবার এটা নিয়েও সিনেমা হবে। কোন তারকাকে দেখা যাবে সেটা নিয়েও ফিসফাস চলছে। আর সেই হাসি মজার মাঝেই শোনা গেল ইসরোর এই অসাধ্য সাধনকে এবার সত্যি সত্যিই পর্দায় তুলে আনতে চাইছেন চিত্র পরিচালকরা।
আমেরিকা, রাশিয়া এবং চিনের পর ভারত চতুর্থ দেশ যে চাঁদে পৌঁছল, তবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতই প্রথম। আর এক্ষেত্রে ফার্স্ট বয়ের গল্প সেলুলয়েডের পর্দায় না তুলে ধরলে হয়! তাই তো চন্দ্রযান ৩ -এর সফল অবতরণের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একাধিক চিত্রপরিচালক এবং প্রযোজনা সংস্থা ছবির নাম রেজিস্টার করতে গিয়েছেন এই বিষয় নিয়ে ছবি করার জন্য।
চন্দ্রযান ৩ -এর সাফল্যের কাহিনির অনুপ্রেরণায় ছবি তৈরি করার জন্য একাধিক প্রযোজকরা ভিড় জমিয়েছেন প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া, ইমপ্পা, আইএফটিপিসির অফিসে। সেখানে এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা যাবে এমন একাধিক ছবির নাম রেজিস্টার করার আবেদন জমা পড়েছে।
ইমপ্পার একজন কর্মী এই বিষয়ে জানান একাধিক প্রযোজক এবং প্রোডাকশন হাউজ তাঁদের ছবির নাম নথিভুক্ত করতে এসেছে। এর মধ্যে আছে ‘চন্দ্রযান ৩’, ‘মিশন চন্দ্রযান ৩’, ‘চন্দ্রযান ৩: দ্য মুন মিশন’, ‘বিক্রম ল্যান্ডার’, ‘ভারত চাঁদ পর’, ইত্যাদি।
আরও পড়ুন: ‘চাঁদ পে হ্যায় আপুন’, চন্দ্রযান ৩ সফল হতেই মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়!
আরও পড়ুন: ‘আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে’, চন্দ্রযান ৩-এর সাফল্যে কেন এমন বললেন পাক অভিনেত্রী?
তিনি আরও জানান যে তাঁরা বহু আবেদন পেয়েছেন যদিও তার মধ্যে নামমাত্র কয়েকটিকেই অনুমতি দেবেন। আগামী সপ্তাহে তাঁরা এই আবেদনগুলো খতিয়ে দেখবেন। তিনি আরও জানান যে পুলওয়ামা অ্যাটাকের পরও এই একই জিনিস ঘটেছিল। তবে তাঁরা বেছে বেছে সেগুলোকেই নির্বাচন করে পারমিশন দেবেন যেগুলোকে জেনুইন বলে মনে করছেন।
প্রসঙ্গত ২০১৯ সালে একই লক্ষ্য নিয়ে চন্দ্রযান ২ পাঠানো হয়। কিন্তু লক্ষ্যের খুব কাছে গিয়েও সেটা ব্যর্থ হয়। এবার আর কোনও ভুল ত্রুটির অবকাশ রাখেননি বৈজ্ঞানিকরা। হিসেব নিকেষ মতো সঠিক ভাবেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছেন চন্দ্রযান ৩।
For all the latest entertainment News Click Here