ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে WTC ফাইনাল ড্র হলে কী হবে? কাদের হাতে উঠবে ট্রফি?
৭ জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে লড়াই করতে নামবে। এই ফাইনালটি লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে এবং শীর্ষ দুইটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। দুই দলের মধ্যে যেই দল জিতবে তাহলে ট্রফি উঠবে রোহিত শর্মা অথবা প্যাট কামিন্সের হাতে। তবে এখন প্রশ্ন উঠছে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি ড্র হয় তাহলে কী হবে?
আরও পড়ুন… জানেন টিম ইন্ডিয়ার কোন ক্রিকেটারের সঙ্গে ইংল্যান্ডের রাস্তায় ঘুরতে চান অজিঙ্কা রাহানে
৭ জুন থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচটি যদি ড্র হয়, তাহলে জিতবে কে? গত বার ভারত এবং নিউজিল্যান্ড ফাইনাল খেলেছিল। সেই ম্যাচে হেরে যায় ভারত। এ বার অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগে শীর্ষে থেকে ফাইনালের টিকিট পেয়েছে। ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েই দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং আরও এক বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
এই দুই দলেই একাধিক তারকা ক্রিকেটার রয়েছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিরা সহজে ছেড়ে দেবেন না। উল্টো দিকে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, মিচেল স্টার্করাও তৈরি। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ম্যাচ ড্র হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ম্যাচ ড্র হয়ে গেলে ট্রফি কারা পাবেন?
আরও পড়ুন… বিয়ের কার্ডে ধোনির ছবি, নাম ও জার্সি নম্বর! মাহি ভক্তের এমন কাজ দেখলে আপনিও অবাক হবেন
WTC ফাইনালের সময় বৃষ্টি হলে কি হবে? আম্পায়াররা পরের দিন ম্যাচ করার সময় পাবে এবং ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। রিজার্ভ ডে ব্যবহার হবে শুধুমাত্র হারানো সময়কে মেক আপ দেওয়ার জন্য। রিজার্ভ ডে-তে একটি নির্দিষ্ট ওভার খেলা হবে। WTC ফাইনালে নামার আগে লিগ টেবিলে শীর্ষ ছিল অস্ট্রেলিয়া। ভারত ছিল দ্বিতীয় স্থানে। তার মানে এই নয় যে ফাইনাল ম্যাচ ড্র হলে ট্রফি অস্ট্রেলিয়া পেয়ে যাবে। আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনাল ড্র হলে দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে। ফাইনালের মাঝে যদি বৃষ্টি বাধা হয় তার জন্য ষষ্ঠ দিন রাখা রয়েছে।
আরও পড়ুন… দামি কারান থেকে রাবাদা, শক্তিশালী দল গড়েও IPL 2023-এ কেন ব্যর্থ হল পঞ্জাব কিংস? দেখুন PBKS এর রিপোর্ট কার্ড
গত বারও এই নিয়ম ছিল। এক দিনের বৃষ্টির জন্য খেলা না হওয়ায় ষষ্ঠ দিনে খেলা হয়েছিল। এ বারেও সেই নিয়ম রয়েছে। ষষ্ঠ দিনের কথা তখনই ভাবা হবে, যখন অনেকটা সময় নষ্ট হবে। পুরো টেস্টে ৩০ ঘণ্টা খেলা হওয়ার কথা। প্রতি দিন ছ’ঘণ্টা বা ৯০ ওভার খেলা হওয়ার কথা। এইগুলো না হলে তবেই ষষ্ঠ দিনের কথা ভাবা হবে। যদি ম্যাচ পুরো ভেস্তে যায় তাহলে দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করা হবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here