ভারত একবারও পারেনি, অথচ ২ বার সেই কাজটা করে দেখিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান!
যে কাজটা ভারত করতে পারেনি, সেটা করে দেখিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটিও একদিনের ম্যাচে জিততে পারেনি ভারত। সেখানে বাংলাদেশ দুটি ম্যাচে জিতেছে।
২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে শেষবার হারিয়েছিল ভারত। ১৪৪ বলে রোহিত শর্মার অপরাজিত ১২২ রানের সুবাদে ছয় উইকেটে জিতেছিলেন বিরাট কোহলিরা। কিন্তু তারপর থেকে একদিনের ক্রিকেটে প্রোটিয়াদের বিরুদ্ধে একটি ম্যাচেও জিততে পারেনি ভারত।
আরও পড়ুন: IND vs SA- রানের পাহাড় গড়েও ভারতীয় দলে সুযোগ পাচ্ছি না, ক্ষোভ উগরে দিলেন পৃথ্বী
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট চারটি একদিনের ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। চলতি বছর ১৯ জানুয়ারি পার্লে ৩১ রানে হেরে গিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হারের মুখে পড়তে হয়েছিল। সিরিজের তৃতীয় ম্যাচে কেপটাউনে চার রানে হেরেছিল ভারত। তারপর বৃহস্পতিবার লখনউয়ে ১৩ রানে হেরে গিয়েছেন শিখর ধাওয়ানরা।
২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান
- বনাম ভারত: চারটি ম্যাচেই জিতেছে। কোনও ম্যাচে হারেনি।
- বনাম অস্ট্রেলিয়া: তিনটি ম্যাচেই অজিদের হারিয়েছেন প্রোটিয়ারা। এখনও জয়ের স্বাদ পায়নি অস্ট্রেলিয়া।
- বনাম ইংল্যান্ড: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রোটিয়াদের রেকর্ড একেবারে ৫০ শতাংশে আছে। দুটি ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। হেরেছে দুটি ম্যাচে।
- বনাম শ্রীলঙ্কা: একটি ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচে হেরেছে।
- বনাম পাকিস্তান: শ্রীলঙ্কার মতো পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে জিতেছেন প্রোটিয়ারা। হেরেছেন দুটি ম্যাচে।
- বনাম আয়ারল্যান্ড: আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। হেরেছে একটি ম্যাচে।
- বনাম বাংলাদেশ: বাংলাদেশের বিরুদ্ধে দুটি ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকা। জিতেছে একটি ম্যাচে। যে সিরিজ আবার দক্ষিণ আফ্রিকায় খেলা হয়েছিল। ঐতিহাসিক সিরিজ জিতেছিল বাংলাদেশ।
আরও পড়ুন: Sanju Samson makes a blunder: ৩৯তম ওভারে ১ বলও খেললেন না, সুযোগ পেয়েও স্ট্রাইক দিলেন আবেশকে, ‘ব্রেনফেড’ সঞ্জুর
ভারতকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৮ রানে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছিলেন প্রোটিয়ারা। ৭৬ বল বাকি থাকতেই জিতেছিল সাত উইকেটে। কিন্তু তৃতীয় তথা সিরিজের নির্ণায়ক ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথম ব্যাট করে মাত্র ১৫৪ রানে অল-আউট হয়ে গিয়েছিল। হেরে গিয়েছিল নয় উইকেটে।
For all the latest Sports News Click Here