ভারত-উইন্ডিজ দ্বিতীয় ODI বিনা পয়সায় কীভাবে দেখবেন? কবে-কখন-কোথায় দেখা যাবে খেলা?
ব্রিজটাউনের প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়েছে ভারত। এবার দ্বিতীয় ওয়ান ডে জিতে সিরিজের দখল নিতে মরিয়া টিম ইন্ডিয়া। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজ চাইবে ঘরের মাঠে ভারতকে আটকে দিতে। যদিও সেই কাজটা নিতান্ত কঠিন দেখাচ্ছে ক্যারিবিয়ানদের কাছে।
টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পারফর্ম্যান্স আহামরি কিছু ছিল না। বৃষ্টি সঙ্গ দেওয়ায় টেস্ট সিরিজ হারলেও হোয়াইটওয়াশ হতে হয়নি ক্যারিবিয়ানদের। পরে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তারা মাত্র ১১৪ রানে অল-আউট হয়ে যায়। ভারত ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় গিয়ে ৫টি উইকেট হারালেও জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি রোহিত শর্মাদের।
সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বনিন্ম দলগত ইনিংসের লজ্জাজনক নজির গড়ে। পরে ভারত ১৬৩ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে অনবদ্য এক রেকর্ড গড়ে। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করতে নেমে অন্তত ৫টি উইকেট হারানোর পরেও সব থেকে বেশি বল বাকি থাকতে ম্যাচ জেতার নিরিখে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় ভারতের এই জয়।
আরও পড়ুন:- Zimbabwe Afro T10: ৪,৬,৬,৬,৪,২, মুজিবকে এক ওভারেই চোখে সর্ষেফুল দেখালেন রবিন উথাপ্পা- ভিডিয়ো
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ:-
২৯ জুলাই, শনিবার অনুষ্ঠিত হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি।
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ:-
বার্বাডোজের ব্রিজটাউনে খেলা হবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ। উল্লেখ্য, এই মাঠেই অনুষ্ঠিত হয় সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি।
কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টার সময় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৬টা ৩০ মিনিটে।
আরও পড়ুন:- Zimbabwe Afro T10: মাত্র ২৬ বলে ৮০ রান, জিম্বাবোয়ের টি-১০ লিগে আমিরদের মেরে ভূত ভাগালেন ইউসুফ পাঠান- ভিডিয়ো
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি দূরদর্শনে দেখা যাচ্ছে। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে ডিডি স্পোর্টস চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাচ্ছে। জিও সিনেমা অ্যাপে বিনা পয়সায় দেখা যাবে খেলা। তাছাড়া ম্যাচটির লাইভ স্কোর আপডেট-সহ যাবতীয় তথ্য-পরিসংখ্যান ও খবর পেয়ে যাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
For all the latest Sports News Click Here