ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে মাঠে থালাইভা! বিরাটদের ভুলে চারিদিকে রজনী-বন্দনা
কম কথার মানুষ তিনি। সুপরাস্টার হওয়া সত্ত্বেও মাটির সঙ্গে জুড়ে থাকতে ভালোবাসেন। এমনিতে খুব বেশি প্রকাশ্যে আসেন না, তবে শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শন দিলেন থালাইভা। মুম্বইয়ে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচে অংশ নিলেন রজনীকান্ত। মুম্বই ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অমল কালের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় মজে থাকতে দেখা গেল তাঁকে।
সদ্যই ক্যাঙারুদের বধ করে বর্ডার-গভাস্কার সিরিজ জিতেছে ভারত। একদিনের সিরিজও জয় দিয়েই শুরু করল টিম ইন্ডিয়া। আর সেই জয়ের সাক্ষী থাকলেন ভারতীয় সিনেমার অন্যতম সুপারস্টার। মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েশনের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল থালাইভাকে। না, করেননি তিনি। থালাইভার এই উজ্জ্বল উপস্থিতির মুহূর্ত টুইটারে শেয়ার করা হয়েছে।
এদিন ভারত-অস্ট্রেলিয়া ম্য়াচ দেখতে চেন্নাই থেকে মুম্বই উড়ে আসেন রজনীকান্ত, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লতা রজনীকান্ত। সাদা রঙা টি-শার্ট আর কালো প্য়ান্টে একদম ক্যাজুয়াল লুকে পাওয়া গেল দক্ষিণী তারকাকে। রজনীকান্তকে স্টেডিয়ামে দেখে খুশি ভক্তরা। খানিকক্ষণের জন্য তো বিরাট বাহিনীর জন্য গলা ফাটাতেই ভুলে যায় মাঠে উপস্থিত দর্শক। কারণ সকলেই তখন রজনী-ম্যাজিকে মজে।
মাঠে রজনীর উপস্থিতি সত্ত্বেও প্রথম ম্যাচে জয় পেতে বেশ বেগ পেল টিম ইন্ডিয়া। এদিন ভারতের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। মাত্র ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেবে বারবার হোঁচট খায় হার্দিকের দল। একটা সময় তো ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। ঈশান কিশন, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবের কেউই ব্যাটে হাতে রান তুলতে পারেননি। তবে এদিন মাটি আঁকড়ে পড়ে থাকলেন কেএল রাহুল। লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজার জুটি শেষমেষ জয়ের প্রয়োজনীয় ১৮৯ রান তুলে ফেলে। পাঁচ উইকেটে এদিন অস্ট্রেলিয়াকে হারাল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করে অপরাজিত থাকলেন আথিয়ার বেটার হাফ। এদিন টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ‘সুপারহিট’ না হলেও ডাহা ফ্লপ ছিল না রজনীর সামনে!
For all the latest entertainment News Click Here