ভারতে বল করলে অ্যান্ডারসনের জারিজুরি বেরিয়ে যেত, জাহির ভালো বোলার, বললেন ইশান্ত
শুভব্রত মুখার্জি: টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পেসার জিমি অ্যান্ডারসন। লাল বলের ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকায় এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন জিমি। পেসারদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন তিনি। বয়স যত বেড়েছে তত ক্ষুরধার হয়েছেন তিনি। বিশ্বের তাবড় তাবড় ব্যাটারকে তাঁর সুইংয়ের ছোবলে ঘায়েল করেছেন এই ইংরেজ পেসার।
সচিন তেন্ডুলকর থেকে হালফিলের বিরাট কোহলি, স্টিভ স্মিথ সকলের বিরুদ্ধেই সাফল্যের সঙ্গে বোলিং করেছেন তিনি। সেই জেমস অ্যান্ডারসনের থেকে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন বাঁহাতি পেসার জাহির খান অনেক বেশি ভালো বোলার! সম্প্রতি এই দাবিটাই করেছেন ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পেসার ইশান্ত শর্মা। ভারতীয় এই পেসারের দাবি, জাহির ভারতে যে পরিবেশ পরিস্থিতিতে বোলিং করে অন্যতম সেরা হয়েছেন সেই পরিবেশ পরিস্থিতিতে পড়লে জিমি অ্যান্ডারসন এতটা সফল হতেন না। আর সেই কারণেই জাহির খানকে, জেমস অ্যান্ডারসনের থেকে অনেকটাই এগিয়ে রাখলেন ইশান্ত।
রনবীরের এক টক শো’তে এসে ইশান্ত শর্মা মন্তব্য করেন, ‘জিমি অ্যান্ডারসনের বোলিং স্টাইল এবং বল করার পদ্ধতি অনেকটাই আলাদা। ইংল্যান্ডের বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে ও বেশি টেস্ট খেলে। যদি ও ভারতে অর্থাৎ এখানকার পরিস্থিতিতে বেশি খেলত তাহলে আমার মনে হয় না এই যে সাফল্যটা ও পেয়েছে সেটা ও পেতে পারত। আমার মতে জ্যাক (জাহির খান), জিমি অ্যান্ডারসনের তুলনায় অনেকটাই ভালো বোলার।’
প্রসঙ্গত ভারতীয় দলে দীর্ঘদিন একসাথে খেলেছেন জাহির খান এবং ইশান্ত শর্মা। লাল বলের ক্রিকেট হোক কিংবা সাদা বলের ক্রিকেট জাতীয় দলের হয়ে এই দুই তারকা ভারতের বোলিং আক্রমণকে একাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
২০০৩-০৪ মরশুমে যে ভারতীয় দল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে স্টিভ ওয়ার নেতৃত্বাধীন শক্তিশালী অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র হয়, সেই সিরিজেও একসঙ্গে খেলেছিলেন এই দুই তারকা। এই সাক্ষাৎকারেই ভারতীয় পেস বোলিং আক্রমণের ভবিষ্যত তারকাদের নিয়ে ও মতামত জানিয়েছেন ইশান্ত শর্মা। তাঁর মতে আর্শদীপ সিং,উমরান মালিক এবং মুকেশ কুমারের মতো বোলাররা ভারতীয় পেস বোলিংয়ের সেরা তারকা হতে চলেছেন। এই সময়ে এদেরকে সঠিকভাবে দিশা দেখালে পরবর্তীতে এরাই আন্তর্জাতিক তারকা হয়ে উঠবেন।
ইশান্তের মতে, ‘উমরানে হাতে গতি রয়েছে। আর্শদীপ বল সুইং করাতে পারে। মুকেশ কুমারের লাইন লেন্থের উপর ভালো নিয়ন্ত্রণ রয়েছে। এই তিন প্রতিভাবান ক্রিকেটারকে সঠিকভাবে পথ দেখালে আরও উন্নতি করবে। তাদের স্কিলকে সঠিক উপায়ে ঘষা মাজা করলে এরাই ভারতীয় পেস বোলিং আক্রমণের ভবিষ্যতের তারকা হয়ে উঠবে।’
For all the latest Sports News Click Here