ভারতে গিয়ে বিশ্বকাপ জিততে চাই- এখন থেকে স্বপ্ন দেখা শুরু পাক অধিনায়কের
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকারে ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন। বাবর বলেছেন, এ বারের পিএসএলে সেঞ্চুরি হাঁকাতে চান তিনি। শুধু তাই নয়, ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখতে শুরু করে দিয়েছেন পাক অধিনায়ক।
ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে ২৮ বছরের তারকা বাবর বলেছেন, ‘আমার এখন অনেক কিছু অর্জন করার আছে। তবে আমার মূল লক্ষ্য, এই মরসুমে প্রথম পিএসএলে সেঞ্চুরি করা এবং পেশোয়ার জালমির হয়ে পিএসএল জেতা।’
আরও পড়ুন: দেশকে অগ্রাধিকার, CSK-কে ডুবিয়ে মাঝপথে IPL থেকে সরে দাঁড়াবেন ১৬.২৫ কোটির তারকা
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আরও বলেছেন, তাঁর চূড়ান্ত লক্ষ্য এই বছর ভারতে বিশ্বকাপ জয়। তাঁর দাবি, ‘আমি এই বছর (২০২৩) ভারতে নির্ধারিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপও জিততে চাই এবং আমি চাই আমার দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হোক।’ প্রসঙ্গত, ২০১১ সংস্করণের পর থেকে ৫০-ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয়নি পাকিস্তান। সে বার তারা ভারতে এসে বিশ্বকাপের সেমিতে উঠলেও, ভারতের কাছে হেরে ছিটকে গিয়েছিল। সেই বছর বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: IND vs AUS, Women’s T20 WC: আগে ব্যাট করলে আমাদের ১৮০ করতে হবে, ছক তৈরি রিচার
বাবর আজম গত কয়েক বছরে নিজেকে দুরন্ত ভাবে মেলে ধরেছেন। সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা দখল করে রেখেছেন। ২০২২ সালে বাবর তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসি পুরুষদের বর্ষসেরা ওডিআই খেলোয়াড়ের খেতাবও পেয়েছিলেন। গত বছর ন’টি ওয়ানডে-তে ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছিলেন তিনি।
পাকিস্তান অধিনায়ক শেষ মরশুমের পিএসএলে তাঁর সেরা ছন্দে ছিলেন না। দশ ম্যাচে তাঁর ১১৮.৬৮ স্ট্রাইক রেট ছিল। এবং গড় ছিল ৩৮.১১। এর পর করাচি কিংস থেকে পেশোয়ার জালমিতে পাড়ি জমানোর পর এই মরশুমে তিন ম্যাচে বাবর ৯৬ রান করেছেন।
For all the latest Sports News Click Here