ভারতে এসে ODI সিরিজে ফের ব্যর্থ শ্রীলঙ্কা, বার বার দশ বার জিতল টিম ইন্ডিয়া
শুভব্রত মুখার্জি: ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। সচিন তেন্ডুলকর, অরবিন্দ ডি’সিলভা,সনথ জয়সূর্য, চামিন্ডা ভাস, মহম্মদ আজহারউদ্দিনের সময় থেকে শুরু হয়েছিল লড়াই। সেটা সৌরভ গঙ্গোপাধ্যায়, মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারাদের সময় পেরিয়ে এখন রোহিত শর্মা, বিরাট কোহলি, দাসুন শানাকাদের লড়াইয়ে এসে পৌঁছেছে। তবে বদলায়নি একটা জিনিস। আর সেটা হল ভারতের একাধিপত্য। ঘরের মাটিতে সেই কথাটা ফের এক বার যেন প্রমাণ করে দিলেন রোহিতরা। ইডেন গার্ডেন্সে ৪ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে ফের এক বার দেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতে নিল ভারতীয় দল।
আরও পড়ুন: ‘ব্যাটে সরাসরি বল আসাটাই পছন্দ করি, তবে রোহিত চায়..’- ইচ্ছের বিরুদ্ধে পাঁচে খেলছেন রাহুল?
প্রসঙ্গত ঘরের মাটিতে সব মিলিয়ে ১১ টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে দুই দেশ। যার ফলাফল দেখলে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হবেন ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। ১১টি সিরিজের মধ্যে এখনও পর্যন্ত ভারতীয় দল ১০ টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ দেশের মাটিতে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। অপর দিকে শ্রীলঙ্কা এখনও পর্যন্ত ভারতের মাটিতে কোনও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে জিততে পারেনি। একবার শুধু ড্র হয়েছে। এ বার এই রেকর্ড বদলে দেওয়ার লক্ষ্যে নেমেছিল শ্রীলঙ্কা দল। তবে বাস্তবে লড়াই করলেও, লঙ্কা ব্রিগেডের স্বপ্ন পূরণ হয়নি। প্রথম ম্যাচে দাসুন শানাকার অনবদ্য অপরাজিত শতরানের পরেও গুয়াহাটিতে হারে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বোলাররা লড়াই করলেও, ভাগ্য বদলাল না। দ্বিতীয় ম্যাচেও হেরে সিরিজ হাতছাড়া করল ভারত।
বৃহস্পতিবার ইডেনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি শ্রীলঙ্কা। কিন্তু সেই ধারা ধরে রাখতে না পেরে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। নুওয়ানিদু ফার্নান্দো এবং কুশল মেন্ডিসের মধ্যে দ্বিতীয় উইকেটে ৭৩ রানের পার্টনারশিপ ছাড়া কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। এই জুটি ভাঙার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ৩৯.৪ ওভারে ২১৫ রানে শেষ হয়ে যায় দাসুন শানাকার দলের ইনিংস। এ দিন শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন নুওয়ানিদু ফার্নান্দো। এ ছাড়া ৩৪ করেছেন কুশল মেন্ডিস এবং ৩২ করেছেন দুনিথ ওয়েলালাগে।
আরও পড়ুন: ‘বাঁ-হাতি থাকলে ভালো, তবে…’- ইশানের ভাগ্য নির্ধারণ করে দিলেন রোহিত?
ভারতের মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব ৩ উইকেট করে নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন উমরান মালিক। অক্ষর প্যাটেল নিয়েছেন ১ উইকেট।
মাত্র ২১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ক্রিকেটের নন্দনকাননে এ দিন চূড়ান্ত ব্যর্থ হন ভারতের তারকাখোচিত টপ অর্ডার। রোহিত শর্মা (১৭), শুভমান গিল (২১), বিরাট কোহলি (৪), শ্রেয়স আইয়াররা (২৮) হতাশ করেন।মাত্র ৮৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে একটা সময়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারত।
তবে দলের হাল ধরেন কেএল রাহুল। তাঁকে যোগ্য সঙ্গত করেন হার্দিক পাণ্ডিয়া। ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান। দু’জন মিলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন। হার্দিক ৩৬ করে আউট হন। শেষের দিকে অক্ষর প্যাটেল করেন ২১। তবে একদিকে উইকেট আঁকড়ে লড়াই চালিয়ে যান রাহুল। অপরাজিত ৬৪ করে দলের জয় নিশ্চিত করেন। ১০ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। ৪৩.২ ওভারে ৬ উইকেটে হারিয়ে ২১৯ করে ফেলে ভারত। ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
For all the latest Sports News Click Here