ভারতে এসে গিলের দ্বিশতরান মাটি করতে বসেছিলেন, কিউয়ি তারকাকে ১ কোটিতে দলে নিল RCB
শেষমেশ সত্যি হল জল্পনা। ভারত সফরে টিম ইন্ডিয়াকে বেকায়দায় ফেলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিনায় মাথা গলিয়ে দিলেন মাইকেল ব্রেসওয়েল। আসন্ন আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দেখা যাবে নিউজিল্যান্ডের অল-রাউন্ডারকে।
চোটের জন্য এবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে মাঠে নামতে পারবেন না ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান উইল জ্যাকস। তাঁর পরিবর্ত হিসেবেই আরসিবি দলে নেয় কিউয়ি তারকাকে, যিনি বাঁ-হাতে ব্যাট করার পাশাপাশি একজন ডানহাতি অফ-স্পিনার।
গত ভারত সফরে নিউজিল্যান্ডের হয়ে টি-২০ সিরিজে সব থেকে বেশি ৪টি উইকেট নেন ব্রেসওয়েল। তাছাড়া একটি ওয়ান ডে ম্যাচে ১২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ১৪০ রানের অবিশ্বাস্য ইনিংসও খেলেন তিনি। হায়দরাবাদের সেই ম্যাচে শুভমন গিল ডাবল সেঞ্চুরি করেন। ব্রেসওয়েল গিলের দ্বিশতরান মাটি করে ভারতকে হারিয়ে দিয়েছিলেন প্রায়। শেষমেশ ৩৪৯ রান তুলেও কোনও রকমে ১২ রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।
শনিবার আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে আরসিবি স্কোয়াডে রদবদলের কথা জানিয়ে দেওয়া হয়। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফেও সোশ্যাল মিডিয়ার বিজ্ঞপ্তিতে স্বাগত জানানো হয় ব্রেসওয়েলকে।
আরও পড়ুন:- অল্পের জন্য ভাঙা হয়নি আফ্রিদির রেকর্ড, সব থেকে কম বলে ODI শতরানকারীদের এলিট লিস্টে UAE-র আসিফ, দেখুন সেরা পাঁচের তালিকা
এবছর আইপিএলের নিলাম থেকে ইংল্যান্ডের উইল জ্যাকসকে ৩ কোটি ২০ লক্ষ টাকার বড়সড় অঙ্কে দলে নেয় আরসিবি। তবে বাংলাদেশ সফরের ওয়ান ডে সিরিজ চলাকালীন চোট পান তিনি। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচের সময় ফিল্ডিং করতে গিয়ে আহত হন জ্যাকস। চোটের জায়গায় স্ক্যান করানোর পরে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ মতোই আইপিএল থেকে সরে দাঁড়াতে বাধ্য হন উইল। ফলে এবছর আইপিএলে মাঠে নামতে পারবেন না ২৪ বছর বয়সি ব্রিটিশ তারকা
আরও পড়ুন:- ধোনির মতো ‘ক্যাপ্টেন কুল’ নন পান্ডিয়া, অজি শিবির টের পেল হার্দিকের গনগনে আঁচের- ভিডিয়ো
উইল জ্যাকস ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ২টি টেস্ট, ২টি ওয়ান ডে ও ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। যদিও ঘরোয়া টি-২০ খেলার বিস্তর অভিজ্ঞতা রয়েছে তাঁর। সব মিলিয়ে তিনি ১০৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২৮০২ রান করার পাশাপাশি নিয়েছেন ২৬টি উইকেট।
অন্যদিকে জ্যাকসের পরিবর্ত হিসেবে ব্রেসওয়েলকে অনেক কম টাকায় দলে নেয় আরসিবি। গত আইপিএল নিলামে অবিক্রিত থাকেন কিউয়ি তারকা। তাঁর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। ব্রেসওয়েলকে তাঁর বেস প্রাইস ১ কোটিতেই দলে নিয়েছে ব্যাঙ্গালোর।
ব্রেসওয়েল নিউজিল্যান্ডের হয়ে ৭টি টেস্ট, ১৯ টি ওয়ান ডে ও ১৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ১১৭টি টি-২০ ম্যাচে ২২৮৪ রান করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৪০টি। এবছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগ শুরু হবে ৩১ মার্চ। আরসিবি তাদের আইপিএল অভিযান শুরু করবে ২ এপ্রিল। চিন্নাস্বামীতে প্রথম ম্যাচে ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here