ভারতের হয়ে প্রচুর ম্যাচ খেলা এই তিন তারকা এবার IPL নিলামে অবিক্রিত থাকতে পারেন
কেউ দেশের হয়ে একশোর বেশি টেস্ট খেলেছেন, কেউ আবার সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন নিয়মিতভাবে। টিম ইন্ডিয়ার এমনই তিন ক্রিকেটার এবার আইপিএল নিলামে অবিক্রিত থাকতে পারেন।
মুরলি বিজয় (বেস প্রাইস ৫০ লক্ষ টাকা): ভারতের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা মুরলি বিজয় নিজের সেরা সময়ে অন্যতম আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। দিল্লি ডেয়ারডেভিলস, চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে সম্মিলিতভাবে মোট ১০৬টি আইপিএল ম্যাচে ২৬১৯ রান সংগ্রহ করেছেন তিনি। ২০১৬ সাল পর্যন্ত আইপিএলের প্রথম একাদশে নিয়মিত ছিলেন। তবে তার পর থেকেই ক্রমশ ক্রিকেটের মূল স্রোত থেকে দূরে সরে যেতে থাকেন। ২০১৮ সালে ১টি, ২০১৯ আইপিএলে ২টি এবং ২০২০ আইপিএলে ৩টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান বিজয়। ৩৮ বছরে পা দিতে চলা তারকা ব্যাটসম্যানকে নিয়ে এবার আইপিএল নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ নাও দেখাতে পারে।
কেদার যাদব (বেস প্রাইস ১ কোটি টাকা): ভারতের হয়ে ৭৩টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা কেদার ২০১৯ বিশ্বকাপের পর থেকেই ক্রমশ পিছনের সারিতে চলে যেতে থাকেন। কোচি টাস্কার্স কেরালা, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলা কেদার সব মিলিয়ে ৯৩টি আইপিএল ম্যাচে মাঠে নেমে ১১৯৬ রান সংগ্রহ করেছেন। ২০১৭ আইপিএলের ১৩ ম্যাচে মাঠে নেমে সব থেকে বেশি ২৬৭ রান সংগ্রহ করেন তিনি। তবে তার পরের চার বছরে সব মিলিয়ে ২৯টি আইপিএল ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ৩০৩ রান। এবার কোটি টাকা মূল্যে ৩৭ বছরে পা দিতে চলে তারকাকে দলে নেওয়ার জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহী নাও হতে পারে।
ইশান্ত শর্মা (বেস প্রাইস ১ কোটি ৫০ লক্ষ টাকা): ৩৩ বছরের অভিজ্ঞ পেসার মূলত টেস্ট স্পেশালিস্টের তকমা পেয়ে গিয়েছেন। যদিও সম্প্রতি ভারতের টেস্ট দলের প্রথম একাদশেও নিয়মিত জায়গা হচ্ছে না তাঁর। দেশের হয়ে ১০৫টি টেস্ট, ৮০টি ওয়ান ডে ও ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন ইশান্ত। তিনি দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, ডেকান চার্জার্স, রাইজিং পুণে সুপারজায়ান্টস, কিংস ইলেভেন পঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেছেন। ৯৩টি আইপিএল ম্যাচে মোট ৭৩টি উইকেট নিয়েছেন ইশান্ত। শেষ ২টি মরশুমে মাত্র ৪টি আইপিএল ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন ইশান্ত। উইকেট নিয়েছেন মোটে ১টি। এবার ইশান্তের পিছনে অন্তত পক্ষে ১ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করার আগ্রহ নাও দেখাতে পারে আইপিএল দলগুলি।
For all the latest Sports News Click Here