ভারতের হয়ে সাঁতারে ৫টি সোনার মেডেল জয় মাধবন-পুত্র বেদান্তের! শুভেচ্ছা পাঠাল লারা
আর মাধবনের ছেলে বেদান্ত সম্প্রতি মালয়েশিয়া ইনভেটশনাল এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে পদক জিতেছেন। রবিবার, অভিনেতা-পরিচালক খবরটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তিনি ইভেন্ট থেকে তার ছেলে এবং স্ত্রী সরিতা বিরজের ছবিও পোস্ট করেন। যাতে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা সূর্য এবং অভিনেতা থেকে রাজনীতিবিদ খুশবু সুন্দর-সহ অনেকেই। অভিনেত্রী লারা দত্তও মাধবন এবং সরিতাকে তাদের ছেলের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন।
মাধবন তাঁর ছেলে বেদান্তের সাম্প্রতিক সাঁতার চ্যাম্পিয়নশিপের ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁকে ভারতীয় পতাকা এবং তার পদক নিয়ে পোজ দিতে দেখা গিয়েছে। একটি ছবিতে বেদান্তের সঙ্গে রয়েছেন মাধবনের স্ত্রী সরিতা বিরজেও। যেখানে নিজের সব মেডেল মায়ের গলায় পরিয়ে দিয়েছে ছেলে। বেদান্ত যে মেডেলগুলি জিতেছিলেন তার একটি ছবিও শেয়ার করে নিয়েছেন।
মাধবন ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় এবং আপনাদেরর সমস্ত শুভকামনাকে পাথেয় করে বেদান্ত এই সপ্তাহান্তে কুয়ালাপুরে অনুষ্ঠিত মালয়েশিয়া ইনভেটশনাল এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ৫টি সোনার (৫০মিটার, ১০০মিটার, ২০০মিটার, ৪০০মিটার এবং ১৫০০মিটার) পেয়েছে। উচ্ছ্বসিত এবং কৃতজ্ঞ। ধন্যবাদ প্রদীপ স্যার।’
মাধবনের এই পোস্টে দক্ষিণী অভিনেতা সূর্য কমেন্ট করেছেন ‘খুব সুন্দর। বেদান্ত, সরিতা এবং আপনাকে জানাই অনেক শুভেচ্ছা’। খুশবু লিখলেন, ‘অভিনন্দন ম্যাডি। … বেদান্তকে অনেক ভালবাসা।’ লারা দত্ত মন্তব্য করেছেন, ‘অসাধারণ!!!! অভিনন্দন!!!’
প্রসঙ্গত, বাবার মতো অভিনয়ে নয় বেদান্ত কেরিয়ার গড়েছেন সাঁতারে। অলিম্পিকে ভাগ নেওয়ার ইচ্ছে আছে মাধবনের ছেলের। ২০২১ সালে ছেলের সাঁতার প্রশিক্ষণ যাতে সঠিক হয় তা নিশ্চিত করতে দুবাইতে স্থানান্তরিত হন অভিনেতা ও তাঁর স্ত্রী। গত বছর ড্যানিশ ওপেনে স্বর্ণপদক জিতে খবরে এসেছিলেন বেদান্ত। প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাওয়াতের মতো তারকারা সেই সময় প্রশংসা করেছিলেন ম্যাডি-পুত্রের।
ছেলেকে নিয়ে দুবাইতে যাওয়ার কারণ হিসেবে মাধবন বলিউড হাঙ্গামাকে বলেছিলেন, ‘মুম্বইয়ের বড় সুইমিং পুলগুলি হয় কোভিডের কারণে বা নিয়মের জন্য (২০২১ সালে) বন্ধ রয়েছে। তাই আমরা এখানে দুবাইতে বেদান্তের সঙ্গে রয়েছি। এখানে বড় পুলগুলি খোলা রয়েছে। অলিম্পিক্সের জন্য অনুশীলন করছে ও। সুনীতা (অভিনেতার স্ত্রী) এবং আমি সবসময় ওর পাশে আছি।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here